ফের গেমে আসক্ত শিশু , বাবাকে বেচতে হল সাধের গাড়ি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 20 Second

ফের অনলাইল গেমে আসক্ত নাবালক। এই অনলাইন গেমস খেলার জন্য বাচ্চাদের উপর বেশ কিছু ক্ষেত্রে বিরূপ প্রভাব তো পড়েই, তার সাথে সাথে কোনো কোনো ক্ষেত্রে বড়ো রকমের খেসারত দিতে হয় অভিভাবককেও। কিন্তু ছেলের অনলাইন গেমস খেলার জন্য বাবাকে তার গাড়ি বিক্রি করতে হল, সম্প্রতি যুক্তরাজ্যে ঘটেছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। আসহাজ মুস্তাফা নামে যুক্তরাজ্যের একটি ছেলে তার বাবার ফোন ব্যবহার করে ‘ড্রাগনস: রাইজ অফ বার্ক’ নামের একটি গেমের জন্য বেশ কয়েকটি ব্যয়বহুল টপ-আপ কিনেছিল, যেগুলির দাম ২.৭০ ডলার থেকে ১৩৮ ডলারের মধ্যে। আসাজ মাত্র এক ঘন্টা ধরে খেলাটি খেলার পরই ১,৮০০ ডলার (১.৩ লক্ষ টাকা) iTunes বিল চলে আসে, যেটি মেটানোর জন্য তার বাবা তাদের পারিবারিক গাড়ি Toyota Aygo বিক্রি করতে বাধ্য হন।

এই বিষয়ে ছেলেটির বাবা মুহম্মদ জানান, প্রায় ২৯ টি ইমেল রিসিপ্ট পাওয়ার পরে তিনি মোট বিলের কথা জানতে পারেন। প্রাথমিকভাবে তিনি সাইবার জালিয়াতির শিকার হয়েছেন অনুমান করলেও পরে এই iTunes বিলটি তাঁর নজরে আসে। এই ঘটনার পর তিনি Apple-এর কাছে অভিযোগ দায়ের করেন এবং ২৮৭ ডলার ফেরত পান। কিন্তু বাকি বিল পরিশোধ করার জন্য তাঁকে তাঁর সাধের গাড়িটি বাধ্য হয়ে বিক্রি করতে হয়। খুব স্বাভাবিকভাবেই ছেলের সামান্য অনলাইন গেম খেলার জন্য এতটা টাকা গচ্ছা যাওয়ায় তিনি ভীষণরকম হতচকিত, বিস্মিত, ক্রুদ্ধ ও হতাশ, এবং কাস্টমার সার্ভিসের কাছে তিনি তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পালস নাইটক্লাবকে জাতীয় স্মৃতিসৌধ বলে ঘোষণা করলেন বাইডেন । এম ভারত নিউজ

ফ্লোরিডায় ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি শুটআউটের স্থান পালস নাইটক্লাবকে শুক্রবার একটি জাতীয় স্মৃতিসৌধে পরিণত করল জো বাইডেন। প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এক হোয়াইট হাউস অনুষ্ঠানে একটি আইনে স্বাক্ষর করে পালস নাইটক্লাবকে জাতীয় স্মৃতিসৌধ হিসাবে মনোনীত করেন এবং ওখানে উপস্থিত থাকে ২০১৬ সালের ওই ভয়াবহ আক্রমণের সাক্ষীরা। স্মৃতিসৌধ নির্ধারিত আইনটিতে স্বাক্ষর […]

Subscribe US Now

error: Content Protected