Read Time:1 Minute, 24 Second
শেষ চুসুল সেক্টরের বৈঠকে চীন এবং ভারতীয় সে প্রধানেরা সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা পিছিয়ে নেওয়া হবে । কিন্তু তেমন কিছুই ঘটছে না । সেনা সরানো তো দুর কি বাত বরং নতুন করে সামরিক কাঠামো গড়ছে লাল ফৌজ । চলছে ছোট ছোট ঘরের মত কিছু বানানোর নির্মাণকাজও । ভারতীয় সেনার জন্যে যাবতীয় সব রকমের সুরক্ষা ব্যবস্থা নিয়েছে কেন্দ্র । আমেরিকা রেখে বিশেষ পোশাকও পৌঁছে গিয়েছে সৈনিকদের কাছে তাই খানিকটা হিংসাত্মক হয়েই পাহাড়ে ঘাঁটি গাড়ার প্রতিযোগায় চীন । চীনের বেশ কয়েকটি তাঁবু, স্পিডবোট আগেই দেখতে পাওয়া গিয়েছিল প্যাংগং লেকের কাছে । এবারে দেখা গেল তাঁরা নতুন করে আরও কয়েকটি ক্যাম্প আর রাস্তা তৈরীর কাজে লেগেছে । কারাকোরাম পাসের ৩০ কিমি পূর্বে সমর লুঙ্গপায় এমনই ছোট ছোট ঘর তুলতে দেখা গেছে চীনা বাহিনীকে ।
