0
0
Read Time:1 Minute, 3 Second
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, দক্ষিণ ও উত্তর প্যাঙ্গং হ্রদের সংলগ্ন পাহাড়ি এলাকায় নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে অপটিকাল ফাইবার কেবল বসাতে শুরু করেছে চিনের সেনা বাহিনী । এই ধরনের কেবল মারফৎ খুব দ্রুত গোপনে খবর আদান প্রদান করা যায় । রেডিও যোগাযোগের চেষ্টা করলে তা ধরা পড়ার সম্ভাবনা থাকলেও ফাইবার কেবলে সেই ভয় নেই ।
ভারত-চিন সেনা কম্যান্ডার পর্যায়ের বৈঠকের পরেও প্যাঙ্গং লেক ও সংলগ্ন এলাকা থেকে সেনা সরায়নি চিন । দক্ষিণ প্যাঙ্গং লেকের ৭০ কিলোমিটার জায়গা জুড়ে মুখোমুখি যুদ্ধট্যাঙ্ক সাজিয়ে বসে ভারত ও চিনের সেনা বাহিনী ।