শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে নয়া পদক্ষেপ চিনের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 54 Second

ভারতের আপত্তিকে অগ্রাহ্য করেই সীমান্তে নতুন হাইওয়ে তৈরির পাশাপাশি চিন শক্তিশালী করছে ক্ষেপণাস্ত্র ও রকেট রেজিমেন্টকে। বিভিন্ন মহলের মতে, সীমান্তে এই তৎপরতায় চিন সেনার নিয়ন্ত্রণ রেখায় পৌঁছাতে আরও সুবিধা হবে । আর এতেই ভারতের উদ্বেগ বাড়ছে ।

সাম্প্রতিক কালে, ভারত সরব হয়েছিল সীমান্তের একেবারে কাছাকাছি চিনের সেনাবাহিনীর জন্য স্থায়ী কাঠামো বানানোর বিরুদ্ধে । তবে সূত্রের খবর, সেই আপত্তিকে বিশেষ গুরুত্ব না দিয়ে চিন নতুন হাইওয়ে নির্মাণ শুরু করেছে সীমান্তের পাশেই । পাশাপাশি তিনি শক্তিশালী করেছে ক্ষেপণাস্ত্র ও রকেট রেজিমেন্টকে ।

সূত্র অনুসারে চিনা সেনাবাহিনী পূর্ব লাদাখ সেক্টরের বিপরীতে আকসাই চিন এলাকায় শুরু করেছে নতুন হাইওয়ে নির্মাণের কাজ । এর ফলে চিন সেনাকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পৌঁছাতে আগের চেয়ে অনেক কম সময় লাগবে । এই পরিকাঠামোর উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ চিনের সামরিক বাহিনীর জন্য । নতুন বিমান স্ট্রিপ তৈরি করছে চিন এই কাশগর, গার গুনসা এবং হোতানে প্রধান ঘাঁটির উন্নতি, হাইওয়ের সম্প্রসারণ ছাড়াও ।আরও শক্তিলালী করা হয়েছে চিনা সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র এবং রকেট রেজিমেন্টগুলি । ড্রোনের মোতায়েনও বেড়েছে সীমান্ত এলাকায় নজরদারির জন্য ।

প্রসঙ্গত, এর আগেই ভারত-চিন সীমান্তের কাছাকাছি বেশ কিছু স্থায়ী কাঠামো তৈরি করে চিন । ভারত এতে আপত্তিও জানায় । প্রাথমিকভাবে ভারতের আপত্তি মেনে নিলেও আবারও চিনের এই তৎপরতা শুরু হয়েছে সীমান্তে । শীতের শুরুতে সীমান্তে যাতে কোনও অসুবিধা না হয় তাদের সৈন্যদের , চিন তার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে । আর তাই শীতের শুরুতেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে বিভিন্ন মহলের মত। এদিকে সূত্রের খবর ভারত ভালোভাবে নিচ্ছে না চিনের এই পদক্ষেপ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফ্লাইট থেকে আচমকাই নামিয়ে দেওয়া হল যাত্রীকে ! কিন্তু কেন ? । এম ভারত নিউজ

অশ্লীল আচরণের জন্য এক যাত্রীকে বিমান সংস্থা স্পাইসজেট ফ্লাইট SG 8169 গুয়াহাটি-দিল্লি থেকে নামিয়ে দেয়। জানা গেছে, রবিবার বিমানসংস্থা স্পাইসজেট ফ্লাইটে ওঠে একজন যাত্রী অসভ্যতা করতে থাকেন। বিমানটি রানওয়ে থেকে টেক অফ করার পড়ে বারবার তার সিট থেকে উঠে পড়ছিলেন ওই যাত্রীটি এবং হট্টগোল তৈরি করেছিলেন৷ প্রসঙ্গত উল্লেখ্য, তাকে শান্ত […]

Subscribe US Now

error: Content Protected