বিদেশী ও দেশীয় নিপীড়নের বিরুদ্ধে লড়াই করে কমিউনিস্ট পার্টিকে ত্রাণকর্তা হিসাবে চিত্রায়িত করতে শি জিনপিং তাঁর বক্তৃতায় বলেছেন, “চিনা জনগণ অতীতেও অন্য দেশের জনগণকে দমন- নিপীড়ন বা দাসত্ব করেনি বর্তমানে এবং ভবিষ্যতেও কখনও করবে না” কঠিন সুরে জানান”একই সাথে, চিনা জনগণ কখনই বিদেশী বাহিনীকে তাঁদের উপর দমন, নির্যাতন বা দাসত্ব করতে দেবে না, “তিনি আরও যোগ করেন। “কেউ যদি এই ভ্রান্ত ধারণা পোষণ করে তাদের মাথা ফাটবে ও সেই রক্ত ছেটানো থাকবে গ্রেট ওয়ালে যা ১.৪ বিলিয়ান চিনা মানুষের মাংস ও রক্ত দ্বারা নির্মিত। তিনি আরও বলেন, চিন ধনী ও উন্নত বিশ্বশক্তি হওয়ার পথে স্থির এবং তা নিশ্চিত করার জন্য দলের নিয়মিত শাসন জরুরি।
পার্টির শতবর্ষ উপলক্ষে শি’র এই সতর্ক বার্তা শুনে টিয়ানানমেন স্কয়ারের কয়েক হাজার লোকের উল্লাস ও করতালিতে ফেটে পড়ে। শি পার্টির বিপ্লবী প্রতিষ্ঠাতাদের শ্রদ্ধা নিবেদন করেন বটে তবে তাঁর মনোনিবেশ ছিল ” চিন জাতির মহান পুনর্জীবন” এর বাহন হিসাবে কমিউনিস্ট পার্টির ভবিষ্যতের ভূমিকার প্রতি।