Read Time:1 Minute, 18 Second
সোমবার রাতে প্যাংগং লেকের দক্ষিণে ফের চিনা সেনা উত্তেজনা তৈরির চেষ্টা করায় পালটা জবাব ভারতের ।মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩১ অগাস্ট দুদেশের কমান্ডারদের মধ্যে শান্তি আলোচনা চলাকালীন ফের উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে চিন। ঠিক সময়ে সক্রিয় পদক্ষেপ নিয়ে তা প্রতিহত করেছে ভারতীয় সেনা। জানা গেছে, এরপর প্যাংগং লেক নিকটবর্তি বিতর্কিত এলাকায় আর্মার্ড রেজিমেন্ট মোতায়েন করেছে ভারত। শনিবার প্যাংগং লোকের দক্ষিণে চিনা সেনাকে প্রতিহত করার পাশাপাশি চুশুল থেকে কিছুটা উত্তরে চিন নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে পড়েছে ভারতীয় সেনা। কালা টপের মতো বেশকিছু গুরুত্বপূর্ণ জায়গায় দখল নিয়েছে সেনা। চিনের বিপক্ষে যে কোন পরিস্থিতির জন্যেই ভারত তোইরি এমনটাই মনে করা হচ্ছে ।
