Read Time:57 Second
মণীশ শুক্লা হত্যাকাণ্ডে দুই প্রশাসনিক কর্তকে তলব CID-র । ব্যারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস এবং টিটাগড় পুরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরীকে তলব করে এই সংস্থা । জানা গেছে মণীশবাবুর পরিবারের তরফে যে এফআইআর করা হয়েছিল তাতে এই দুই ব্যক্তির নাম ছিল । হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ যদিও জানতে পারে এই খুনের অন্যতম মাস্টারমাইন্ড কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং তবে তার কাছ থেকে তেমন কোন তথ্য পাওয়া জায়নি । এবার এই দুই প্রশাসনিক কর্তাকে জেরা করলে কিছুটা হলেও তদন্তের জট খুলতে পারে বলেই মনে করছেন CID আধিকারিকরা ।
