বন্ধ বাংলাদেশের সুন্দরবন পর্যটন কেন্দ্র । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 33 Second

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা বিশ্ব, তার মধ্যে ক্রমাগত সংক্রমণ বেড়ে চলেছে বাংলাদেশ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও সংক্রমণ রোধে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ বনবিভাগ। বিশেষত বন্যপ্রাণীদের করোনার হাত থেকে রক্ষা পাওয়ানোর জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান,’ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এজন্য ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবন ভ্রমণে না আসার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো। ‘সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশে করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্র, হিরোন পয়েন্ট, হরবাড়িয়া, কাটকা ও কচিখালীসহ বিভিন্ন বন এলাকায় পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

শুধু সুন্দরবনই নয় পাশাপাশি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ পর্যটন নিষিদ্ধ করা হয়েছে ইতিমধ্যেই । বাংলাদেশ স্বাস্থ্যদফতর সূত্রে জানা গেছে, শুক্রবার পর্যন্ত মোট ৬ লক্ষ ২৪ হাজার ৫৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১৫৫ জন। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছে ২ হাজার ৪৭৩ জন। সর্বশেষ হিসেবে মোট ৫ লক্ষ ৪৭ হাজার ৪১১ জন করোনা থেকে সুস্থ। তবে ফের করোনা সংক্রমনের জন্য পর্যটন বন্ধ হয়ে যাওয়ায় বড় ধাক্কা মুখে পড়তে হল ওই অঞ্চলের সাধারণ মানুষদের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চালু হয়ে গেল অলিম্পিকে অংশগ্রহণকারীদের ভ্যাকসিন দেওয়ার কাজ । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি: করোনার দ্বিতীয় ঢেউ ধীরে ধীরে সমগ্র দেশে নিজের প্রভাব বিস্তার করছে। সমগ্র দেশে ইতিমধ্যেই বহু মানুষ এই দ্বিতীয় ঢেউয়ের চোটে আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে নিজের দেশের তরফ থেকে যারা অলিম্পিকে অংশগ্রহণ করবে, সেই সকল প্রতিযোগীদের করোনার হাত থেকে বাঁচাতে বদ্ধপরিকর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। সেই লক্ষ্যেই অলিম্পিকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের […]

Subscribe US Now

error: Content Protected