করোনাকালে কঠিন পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের ফি মুকুবের দাবিতে বিক্ষোভে নামল এআইডিএসও। করোনা সংক্রমনের কঠিন পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের ফি মুকুবের দাবিতে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এছাড়া অবিলম্বে অনলাইন ক্লাস বন্ধ করে অফলাইন ক্লাসের দাবিতেও একত্রিত হয়ে বিক্ষোভ দেখান তাঁরা। করোনাকালের এই কঠিন পরিস্থিতিতে কর্মসংস্থান হারিয়ে বেকার হয়েছেন বহু অভিভাবক আর এই পরিস্থিতিতে, স্কুল- কলেজ- বিশ্ববিদ্যালয় গুলির বকেয়া ফি জমা দিতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। এই পরিস্থিতিতে বেশকিছু বিদ্যালয়ের তরফ থেকে বাড়ানো হয়েছে বার্ষিক ফি। ইতিমধ্যেই তার প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভের একাধিক উদাহরণ সামনে এসেছে। আর তারপরই এবার এই বিক্ষোভে শামিল হয়েছে এআইডিএসও।

জানা যায় আজ সকালে ডিএসও কর্মী-সমর্থকদের উপস্থিত হতে দেখা যায় কলেজস্ট্রিট চত্বরে। তাঁদের এই মিছিলটি শুরু করা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে । তারপর সেখান থেকে কলেজস্ট্রিট মোড়ের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। সেখানে দীর্ঘ সময় পর্যন্ত অবস্থান বিক্ষোভ করতে থাকেন তাঁরা। পরবর্তীতে পুলিশের তৎপরতায় সরানোর চেষ্টা করা হয় সেই অবস্থান-বিক্ষোভকে। পুলিশের অনুরোধে কাজ না হওয়ায় পরবর্তীতে ধস্তাধস্তি শুরু হয় দুই দলের মধ্যে। তারপর দ্রুত লাঠিচার্জ করা হয় সমস্ত বিক্ষোভকারীদের ওপর। এমনকি বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় । তারপর একটি বাস নিয়ে এসে বাকি কর্মী-সমর্থকদেরও তুলে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে এই মুহূর্তে ওই এলাকায় শান্তি বজায় রাখার জন্য পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে।