নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বসন্ত উৎসব হল রঙের উৎসব। করোনা ভাইরাস-এর দাপটের ফলে বিগত এক বছর মানুষ অনেকটাই থরথর করে বাড়িতে ঢুকে বসে ছিলেন। এবারের বসন্ত উৎসব পালনের ক্ষেত্রেও তাই জারি হয়েছে বিভিন্ন ধরনের সতর্কতা ও স্বাস্থ্যবিধি। কিন্তু এই সকল ঘেরাটোপের বাঁধন অগ্রাহ্য করে এই বসন্ত উৎসবের প্রাক্কালে এবার সকাল সকাল আবির রাঙা আমেজে রং ছড়ালো বাঁকুড়া।

বসন্ত উৎসব উপলক্ষে আজ সকালে বাঁকুড়া মাচানতলা আকাশ মুক্ত মঞ্চ-এর সামনে থেকে এদিন বাঁকুড়া ডান্স ফোরামের পক্ষ থেকে বসন্ত উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। কচিকাঁচা থেকে কিশোর-কিশোরী ও যুবক-যুবতীরা এই বসন্ত উৎসবের প্রাক্কালে নাচ গান আবির খেলায় মেতে উঠেন। এই বর্ণাঢ্য রঙিন শোভাযাত্রা বাঁকুড়ার প্রাণকেন্দ্র মাচানতলা থেকে বার হয়ে বাঁকুড়া বাজার হয়ে শহর প্রদক্ষিণ করে সমস্ত শহর জুড়ে বসন্ত উৎসব উদযাপন করে।
করোনা মহামারীর প্রাক্কালে এই বসন্ত উৎসব মানুষের মনের ভীত-সন্ত্রস্ত ভাব দূরে সরিয়ে রেখে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রাণশক্তি যোগাবে, একথা বলাই যায়।