তৃণমূল কংগ্রেসের প্রথম শহীদের স্মরণসভা পুরুলিয়ায় । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 48 Second

পুরুলিয়া : বাগমুন্ডি এলাকার শ্রমজীবী মানুষের অধিকারের জন্য বাম আমলে লড়াই করে প্রাণ দিয়েছিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রথম শহীদ প্রধান সিং মুড়া। এলাকার মানুষের লড়াইয়ে শহীদ হওয়ার পর থেকে শহীদ বেদিতে প্রতিবছর মান্যতা পেয়ে আসছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হাত ধরে। বৃহস্পতিবার শহীদ প্রধান সিং মুড়ার বলিদানকে সম্মান জানিয়ে শহীদ স্মরণ করলো পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। এদিন পুরুলিয়ার বাগমুন্ডির তনতন গ্রামে শহীদ প্রধান সিং মুড়ার বাড়ির পাশে শহীদ বেদিতে মাল্যদান করেন বাগমুন্ডি ব্লক তৃণমূল নেতৃত্ব। তারপর বিকেলে একটি স্মরণ সভার আয়োজন হয় বাড়েরিয়া মোড়ে, সেখানে প্রথমে শহীদ প্রধান সিং মুড়ার মূর্তিতে মাল্যদান করে মঞ্চে শহীদ স্মরণে মূল্যবান বক্তব্য রাখেন নেতারা। মঞ্চে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন, শহীদের আবক্ষ মূর্তির ওপর শেড তৈরী করা হবে। তিনি এই এলাকার শ্রমিকদের জন্য লড়াই করে শহীদ হয়েছেন, সেই লড়াই চলতেই থাকবে এলাকার মানুষকে কাজ পাইয়ে দিতে তৃণমূল কংগ্রেস তৎপর রয়েছে। আগামীদিন এলাকায় আরও উন্নয়ন হবে। এছাড়াও মঞ্চে অন্যান্য নেতারা বলেন, এই শহীদের নামে এলাকায় কমিউনিটি হল তৈরী করা হবে এবং একটি মহিলা কলেজও তৈরী হবে। এছাড়াও এদিন স্মরণ সভার শেষে ছৌ নৃত্য অনুষ্ঠিত হয় ।এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন শহীদের দাদা বিধান সিং মুড়া ও উনার বৌদি জ্যোতি সিং মুড়া, জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া পৌরসভার পৌরপ্রশাসক নবেন্দু মাহালি, জেলা পরিসদের মেন্টর অঘোর হেমব্রম, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথরিয়া, বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো সহ জেলা নেতৃত্ব ও বাগমুন্ডি ব্লক নেতৃত্বরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আজই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন বিপিন রাওয়াতকে । এম ভারত নিউজ

তামিলনাড়ুর কুন্নুরে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গিয়েছেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত।

Subscribe US Now

error: Content Protected