CBI-ED প্রধানদের মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে মামলা কংগ্রেসের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 38 Second

গত ১৪ নভেম্বর এক অধ্যাদেশ জারি করে সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অধিকর্তাদের কার্যকালের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। এবার কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল কংগ্রেস। বৃহস্পতিবার এই অধ্যাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে গতকাল ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। সেকথা নিজেই টুইট করে জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। এবার তৃণমূলের দেখানো পথেই হাঁটলো কংগ্রেসও।

বৃহস্পতিবার রণদীপ সিং সুরজেওয়ালার হয়ে আইনজীবী অভিষেক জেবারাজ শীর্ষ আদালতে আবেদন জমা দেন। আবেদনে স্পষ্ট ভাবে বলা হয়েছে, “অসৎ পথে তদন্তকারী সংস্থাগুলির শীর্ষকর্তাদের মেয়াদ বাড়ানো হচ্ছে। এতে প্রমাণিত হয় যে তদন্তকারী সংস্থাগুলিকে আদতে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সংস্থাগুলির নিরপেক্ষ তদন্তেরও বিরোধিতা করা হচ্ছে। এমন সিদ্ধান্ত বিচার প্রক্রিয়াকে ব্যর্থ করারই প্রচেষ্টা।” এইসঙ্গে আবেদনে উদাহরণস্বরূপ উল্লেখ করা হয়েছে ১৯৯৮ সালের বিনীত নারায়ণ  বনাম কেন্দ্রীয় সরকার মামলার কথা। ওই মামলায় সিবিআইয়ের (CBI) আধিকারিকদের কার্যকালের মেয়াদ নির্দিষ্ট করার বিষয়ে আবেদন জানানো হয়েছিল শীর্ষ আদালতে। তাই সিবিআই, ইডির মত কেন্দ্রীয় সংস্থার অধিকর্তাদের কার্যকালের মেয়াদ বৃদ্ধির বিরোধিতা করেছে কংগ্রেস। দলের দাবি, এভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে আরও বেশি করে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে সরকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অপর্ণা সেনকে আইনি চিঠি, কিন্তু কেন ? । এম ভারত নিউজ

বিএসএফদের নিয়ে মন্তব্যের জেরে সমস্যায় পড়লেন অভিনেত্রী অপর্ণা সেন। এবার বিএসএফদের নিয়ে মন্তব্য করার কারণে আইনি চিঠি পাঠানো হল অপর্ণা সেনকে। জানা যাচ্ছে , এই নিয়ে ইতিমধ্যেই অভিনেত্রীকে আইনি চিঠি পাঠানো হয়েছে আইনজীবী পৃথ্বীজয় দাশের তরফে। সীমান্ত এলাকায় বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। আর এই বিষয় নিয়ে […]

Subscribe US Now

error: Content Protected