পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ সিউড়িতে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 11 Second

নিজস্ব সংবাদদাতা, বীরভূম :

হু হু করে বাড়ছে পেট্রোপণ্যের দাম। গত মে এবং জুন মাসে মোট পেট্রোপণ্যের দাম বৃদ্ধি হয়েছে ৩২ বার। আর তার রেশ স্বভাবতই পড়ছে বীরভূমবাসীর ওপরেও। রাজ্যের বিভিন্ন প্রান্তে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে অবস্থান বিক্ষোভে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল। আর এবার সেই একই পথ অনুসরণ করে বিক্ষোভে নামল কংগ্রেস। ইতিমধ্যেই বীরভূম জেলায় পেট্রোলের দাম দিন কয়েক আগেই সেঞ্চুরি পার করেছে। এর পাশাপাশি ডিজেলের দামও সেঞ্চুরি ছুঁইছুঁই। করোনার এই কঠিন পরিস্থিতিতে পেট্রোলের দাম বৃদ্ধিতে স্বভাবতই চিন্তায় সাধারণ মানুষ। এর পাশাপাশি প্রতিমাসেই বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম। এইসকল জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার বীরভূমের সিউড়ি বাসস্ট্যান্ডে অবস্থান-বিক্ষোভের মধ্য দিয়ে প্রতিবাদ জানালেন এলাকার কংগ্রেস কর্মী সমর্থকরা।

প্রসঙ্গত উল্লেখ্য , বিধানসভা নির্বাচন ২০২১ এর পর থেকে লাগাতার বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম ।আন্তর্জাতিক বাজারে পেট্রোলের দাম কমলেও ভারতে বাড়ল পেট্রোপণ্যের দাম। মূলত আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের বর্তমান বাজার দরের সঙ্গে রাজ্য সরকারি এবং কেন্দ্র সরকারের বিভিন্ন কর সংযুক্ত করার পর, পরিবহন খরচ মিলিয়ে পেট্রোপণ্যের দাম নির্ধারণ করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অবশেষে খোঁজ পাওয়া গেল উগান্ডার সেই ক্রীড়াবিদের । এম ভারত নিউজ

অবশেষে ফিরে পাওয়া গেল উগান্ডার সেই নিখোঁজ ক্রীড়াবিদকে। জানা যায় টোকিও অলিম্পিক ২০২১ এ উগান্ডার হয়ে ওয়েট লিফটিং-এ অংশগ্রহণ করতে জাপানে এসেছিলেন। তারপর হঠাৎ করেই টিম হোটেল থেকে নিখোঁজ হয়ে যান তিনি । জানতে পারা যায় হোটেল ছেড়ে চলে যাওয়ার আগে তিনি একটি চিরকুটে লিখে রেখে গেছেন, ‘আমি কাজ করতে […]
sports_225

Subscribe US Now

error: Content Protected