রাজ্যে ফের তৈরি হচ্ছে কনটেনমেন্ট জোন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 3 Second

রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ নিম্নগামী হলেও ,এখনও নিশ্চিন্ত নয় রাজ্যবাসী। তাই করোনাকে প্রতিহত করতে এবার আরও কড়া মনোভাব নবান্নের। নবান্ন সূত্রে খবর এবার থেকে প্রয়োজনে কনটেনমেন্ট জোন এবং মাইক্রোকন্টেনমেন্ট জোন নির্ধারণ করে করোনা সংক্রমণ রূখতে উদ্যত হবে রাজ্য সরকার। তাছাড়াও স্থানীয়ভাবে কোথায় কোথায় হটস্পট তৈরি হচ্ছে এবং সংক্রমণ মাত্রা বাড়াতে সাহায্য করছে ,সেই জায়গাগুলিতে চিহ্নিত করে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই।তাছাড়াও পরীক্ষা, ট্রেসিং এবং ট্র্যাকিং করতে হবে যে কেসগুলি সন্দেহের পর্যায়ে রয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্যের সমস্ত জেলা শাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকেও চিঠি দিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী

জানা যাচ্ছে মুখ্যসচিবের চিঠিতে বলা হয়েছে, রাজ্যে করোনা সংক্রমণ নিম্নগামী হলেও এখনই অসাবধান হলে হবে না। আগামী দিনগুলিতে সংক্রমণকে প্রতিহত করতে কনটেনমেন্ট জোন এবং মাইক্রোকনটেনমেন্ট জোন চিহ্নিত করে সেগুলিতে নজরদারি চালাতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য গত কালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা পর্যালোচনা করে কার্যত লকডাউনের নিষেধাজ্ঞা বেশকিছু শিথিলতা নিয়ে এসেছেন।তবে আগামী ৩০ শে জুন পর্যন্ত জারি থাকবে কার্যত লকডাউন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জিও ইউজারদের জন্য সুখবর, বাজারে এল জিও ফাইবার পোষ্টপেইড । এম ভারত নিউজ

জিও ফাইবারের পোস্টপেড পরিষেবা চালু করল জিও। মুঠোফোনের দুনিয়ায় আরও এক বিপ্লব নিয়ে এল জিও। এতদিন পর্যন্ত জিওর ব্রডব্যাঙ্ক কিনলে নিতে হত প্রিপেড কানেকশন। জিও নিজের ক্রেতাদের সুবিধার্থে এবং অনন্য উন্নত মানের নেটওয়ার্ক স্পিড উপলব্ধ করাতে আবারও এক অভিনব প্যাকেজ নিয়ে এল নিজের গ্রাহকদের জন্য। তবে কেবলমাত্র পোস্টপেইড কানেকশন নয় […]

Subscribe US Now

error: Content Protected