রাজ্যে করোনা সংক্রমণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। উদ্বিগ্ন সাধারণ মানুষ থেকে রাজ্য সরকার। এখন পর্যন্ত রাজ্য সরকার দ্বারা ঘোষিত কনটেনমেন্ট জোনের সংখ্যা১১৮টি । এবার উত্তর ২৪ পরগনার বিধাননগর, বারাসত সহ ব্যারাকপুরের বেশ কিছু এলাকা কনটেনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে।
পাশাপাশি যে সমস্ত অঞ্চলে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী সেই সব অঞ্চলের উপর বিশেষ র্নিদেশিকা জারি করা হয়েছে।
ওমিক্রনের দাপট সামলাতে সোমবার থেকে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার। পরিস্থিতির উপর নজর রেখে রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৮ জন। খাস কলকাতায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে তিন হাজারে পৌঁছেছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সংক্রমণ বৃদ্ধি পেয়েছে পাশাপাশি উত্তর ২৪ পরগনায় অবস্থাও আশঙ্কাজনক। ওই জেলায় নতুন করে সংক্রমিত হয়েছে ১ হাজার ৫৭ জন। আরও ১৩ জেলায় নতুন আক্রান্তের সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণের হার ফের বেড়ে ২০ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। সক্রিয় রোগীর সংখ্যা এই মুহুর্তে ২০ হাজার ছাড়িয়েছে।
পরিস্থিতি সামলাতে রাজ্যে বাড়ল কনটেনমেন্ট জোন । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 54 Second