মধ্যপ্রদেশের মন্ত্রীর বিতর্কিত মন্তব্য, ‘বয়স হয়েছে মরতে তো হবেই’ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 54 Second

দেশ জুড়ে করোনার প্রকোপ বাড়ছে, নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনা ভাইরাস। দৈনন্দিন আক্রান্তের সংখ্যা দু’লক্ষ ছাড়িয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে গোটা দেশ যখন মারণ ভাইরাসের সঙ্গে লড়ছে, তখনই করোনা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন মধ্যপ্রদেশের মন্ত্রী প্রেম সিং প্যাটেল। তাঁর মতে, কেউ এই মৃত্যুকে আটকাতে পারবে না। যাঁদের বয়স হয়েছে তাঁদের মরতে তো হবেই। ইতিমধ্যে মন্ত্রীর এই কুরুচিকর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।কোভিড পরিস্থিতি নিয়ে সারা দেশ যখন উদ্বিগ্ন, তখন একজন মন্ত্রীর এ ধরনের মন্তব্য নিয়ে স্বভাবতই শোরগোল পড়েছে।

বৃহস্পতিবার করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়া নিয়ে সাংবাদিকরা মধ্যপ্রদেশের মন্ত্রী প্রেম সিং প্যাটেলকে প্রশ্ন করেন। প্রশ্নের উত্তরে তাঁর জবাব, “আমি মানছি করোনায় অনেকেই মারা যাচ্ছেন। কিন্তু কেউ এই মৃত্যুকে ঠেকাতে পারবেন না। আমি একা একথা বলছি না, অনেকেই বলছেন। আপনি বলছেন, প্রতিদিন প্রচুর মানুষ মারা যাচ্ছেন। আসলে যাঁদের বয়স হয়েছে, তাঁদের মরতে তো হবেই।” এরপরই তাঁকে প্রশ্ন করা হয়, করোনা রুখতে মধ্যপ্রদেশ সরকার কী পদক্ষেপ করছে? জবাবে প্রেম সিং জানান, এই প্রসঙ্গে বিধানসভায় আলোচনা হয়েছে। করোনা রুখতে মানুষকে মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে আর সেই সঙ্গে চিকিৎসকদের পরামর্শ মানতে হবে।

কোভিডে মৃতের সংখ্যা কি চেপে যাচ্ছে মধ্যপ্রদেশ? এর আগেও করোনায় মৃত্যুর সংখ্যা চেপে রাখা নিয়ে অভিযোগ উঠেছিল শিবরাজ সিং চৌহ্বানের সরকারের বিরুদ্ধে। জানা গিয়েছে, বর্তমানে সে রাজ্যে কোভিডে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু সরকারি হিসেবের সঙ্গে সৎকারের সংখ্যার গরমিল রয়েছে। যদিও মধ্যপ্রদেশ সরকার এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে দিয়েছে। তার মধ্যেই আবার এ রাজ্যের মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্য আরও উদ্বেগ বাড়িয়ে তুলেছে|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনাকে পরোয়া না করেই 'উগাড়ি' উৎসবে মাতলেন অন্ধ্রপ্রদেশবাসী । এম ভারত নিউজ

দেশ জুড়ে করোনা সংক্রমণ চরম পর্যায়ে অতিমারির আকার ধারণ করছে। এরইমধ্যে কুম্ভ মেলার পর উগাড়িতে গা ভাসালেন লক্ষ লক্ষ অন্ধ্রপ্রদেশবাসী। একদিকে চলছে করোনার প্রচণ্ড দাবদাহ আরেকদিকে উগাড়ি উপলক্ষে গোবর ছোড়ার উৎসবের মাতলেন অন্ধ্রপ্রদেশবাসী । তেলুগু নববর্ষ উপলক্ষে আয়োজিত এই উগাড়ি উৎসবে সামিল হলেন হাজারে হাজারে মানুষ, ব্রাত্য রইল মাস্কের ব্যবহার। […]

Subscribe US Now

error: Content Protected