করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বগামী। ইতিমধ্যেই বলিউডের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা আক্রান্ত হয়েছেন করোনাতে। তবে এবার করোনার থাবা টেলিপাড়াতে , আক্রান্ত হয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস। ডাক্তারের পরামর্শ মতন আপাতত হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি। আপাতত শারীরিক অবস্থা বেগতিক নয় বলে মনে করছেন তিনি। তবে করেনটাইনে থাকার পাশাপাশি তিনি নিচ্ছেন কিছু ডাক্তার প্রেসক্রাইব করা মেডিসিন। নিজেই নিজের শারীরিক অবস্থার খবর দিয়েছেন তাঁর অনুগামীদের জন্য পাশাপাশি তিনি বলেছেন শারীরিক অসুবিধা বলতে, স্বাদ ও গন্ধ পাচ্ছেন না তিনি। এছাড়া আছে সর্দি এবং দুর্বলতা। তার বাইরে মোটামুটি ঠিকই আছেন অভিনেত্রী শ্রুতি দাস। এখবর শ্রুতি নিজেই জানিয়েছেন তাঁর সোশ্যাল সাইটে। যদিও তিনি আক্রান্ত হয়েছেন বেশ কিছুদিন হল ,তবে গত ২ এপ্রিল, থেকেই তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে থেকেই যাবতীয় কোভিড প্রটোকল মেনে চলছেন তিনি। বর্তমানে সকলের দায়িত্ব যদি কেউ করোনা আক্রান্ত হন তাহলে নিজে থেকেই খবরটি সবাইকে জানিয়ে সচেতন করে দেওয়া। এক্ষেত্রে অভিনেত্রী নিজের দায়িত্ববান মানসিকতার পরিচয় দিয়েছেন তবে অভিনেত্রী দায়িত্ববানের মতন শুধুমাত্র নিজের খবর দিয়েছেন এমনটা নয় তার সঙ্গে সঙ্গে এই কদিন যারা তাঁর সংস্পর্শে এসে ছিল তাঁদেরকেও কোভিড টেস্ট করতে অনুরোধ জানিয়েছেন। এখানেই শেষ নয় পাশাপাশি তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর নিজের পরিবার, প্রেমিক এবং হবু স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের পরিবারকে এবং তাঁর প্রিয় বন্ধু তনুশ্রী ভট্টাচার্যকে।
করোনা আক্রান্ত অভিনেত্রী শ্রুতি দাস । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 34 Second