Read Time:1 Minute, 28 Second
করোনা আক্রান্ত টলিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। রবিবার, সোশ্যাল মিডিয়ায় নিজেই তাঁর Covid-19 টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছেন অভিনেতা। টুইটার ও ইনস্টাগ্রামে লম্বা পোস্টের মাধ্যমে একথা জানান আবীর।

আবীর লেখেন, ”সবরকম সুরক্ষা বিধি মানার পরও আমার Covid-19 টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যা থেকে ফের একবার প্রমাণিত হল, জীবনে কোনও কিছুই নিশ্চিত নয়। আমি যে প্রযোজনা সংস্থা ও টিমের সঙ্গে কাজ করছিলাম, তাঁরা সমস্তরকম সুরক্ষাবিধি মেনেই কাজ করছিলেন।” তবে তিনি সুস্থ আছেন বলেও অনুরাগীদের আশ্বস্ত করেছেন। শুধু স্বাদ ও গন্ধ পাচ্ছেন না বলেই জানান তিনি।

বর্তমানে আইসোলেশনে রয়েছেন অভিনেতা। অভিনেতা জানান, খুব শীঘ্রই পরিবারের বাকি সদস্যদের টেস্ট করা হবে। পাশাপাশি এই কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের সকলকে কোভিড টেস্ট করার অনুরোধ করেন আবীর।