করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।দেশে করোনা সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় একের পর এক সংক্রমণের খবর সামনে এসেছে। ইতিমধ্যেই সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রীর।পাশাপাশি আজ এই করোনার আক্রান্ত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। জানা যাচ্ছে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। মনমোহন সিং-কে ভর্তি করা হয়েছে দিল্লির AIIMS-এর ট্রমা কেয়ার সেন্টারে।

ইতিমধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রীর তরফ থেকে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করোণা সংক্রমণকে প্রতিহত করার জন্য পাঁচটি পরামর্শের একটি চিঠি প্রেরণ করা হয়েছিল। পাঁচ পাতার এই চিঠিতে বর্ষীয়ান কংগ্রেস নেতা পরামর্শ দেন, সংখ্যার দিকে না তাকিয়ে, জনসংখ্যার অধিক শতাংশকে টিকা দেওয়া উচিত।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর এই আক্রান্ত হওয়ার খবর সামনে আসা মাত্রই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি টুইটে জানানো হয়েছে ইতিমধ্যেই তিনি খবর পেয়েছেন তাঁর করণা আক্রান্ত হওয়ার। তবে তিনি এই বর্ষীয়ান প্রাক্তন প্রধানমন্ত্রীকে সাহস যুগিয়ে বলেছেন ,স্যার আমাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে ,দ্রুত সুস্থতা কামনা করি আপনার। পাশাপাশি জানা যাচ্ছে বর্ষিয়ান নেতা ইতিমধ্যেই করোনার দুটি ডোজ নিয়েছিলেন তবুও তিনি এই রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। তার এই আক্রান্ত হয়ে পড়ার খবর করোনার টিকার সফলতায় প্রশ্ন তুলছে।