করোনা আক্রান্ত সস্ত্রীক মুকুল রায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 52 Second

করোনার থাবা এবার বিজেপির অন্দরমহলে, আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে মুকুল রায়। করোনার ভয়াবহ প্রকোপ থেকে বাঁচলেন না বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীও। বিধায়ক নিজে হোম আইসোলেশনে থাকলেও শারীরিক অবস্থার অবনতির কারণে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে তাঁর স্ত্রীকে। একের পর এক করোনার লক্ষণ দেখা গেলেও চিকিৎসকের পরামর্শ মতো একে একে করোনা টেস্ট করানো হয় তাঁদের, তারপরেই রিপোর্ট পজিটিভ আসে।

বিধানসভা নির্বাচনের সূচনাপর্ব থেকেই রাজনৈতিক কর্মসূচি সারতে গিয়েই করোনাই আক্রান্ত হয়ে পড়েছেন বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা। সুস্থ হয়ে ফিরে এসেছেন অনেকেই ,তবে অনেকের পরিবারে নেমে এসেছে ঘোর বিপদ। এবার এই বিপদের হাত থেকে রক্ষা পেলেন না কৃষ্ণনগরের উত্তরের বিধায়কের পরিবার। প্রসঙ্গত উল্লেখ্য রাজনৈতিক প্রচারে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন বরানগরের বিজেপি প্রার্থী পার্নো মিত্র।ওদিকে করোনা আক্রান্ত হয়ে সস্ত্রীক হোম আইসোলেশনে ছিলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

প্রসঙ্গত উল্লেখ্য,কিছুদিন আগে বিধানসভার বিরোধী দলনেতার নির্বাচনের সময় শারীরিক অসুস্থতার কারণেই দায়িত্ব নেননি তিনি। যদিও তখনও পর্যন্ত জানা যায়নি তাঁর করোনার আক্রান্ত হওয়ার কথা।২০২০ সালের শেষের দিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুকুল, এমনকি বাইপাসের ধারের একটি হাসপাতালে অস্ত্রোপচারও হয় তাঁর। গলব্লাডারের অপারেশন করাতে হয়েছিল তাঁকে। ওদিকে আজ সকালেই করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বামপন্থী নেতা শতরূপ ঘোষের মা শিলা ঘোষ। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন মদন মিত্র । যদিও বর্তমানে বেশ সুস্থ আছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভ্যাকসিন নিলে লাগবেনা মাস্ক : বাইডেন । এম ভারত নিউজ

ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ হলেই মাস্ক নিষ্প্রয়োজন, হ্যাঁ, বিশ্বজুড়ে করোনা সংক্রমনের মাঝে উল্টো সুরে গান গাইছেন বাইডেন।যেখানে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুরোধ জানাচ্ছেন মাস্ক এবং করোনা বিধি মেনে চলার জন্য, সেখানেই বিতর্কিত ঘোষণা করলেন আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন।করোনা সংক্রমনের দিক থেকে প্রথম সারির দেশ গুলির মধ্যে অন্যতম ছিল […]

Subscribe US Now

error: Content Protected