ফের করোনার থাবা যুক্ত মোর্চার বাম শিবিরে, ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যাদবপুরের প্রার্থী সুজন চক্রবর্তী। শরীরের সামান্য উপসর্গ থাকলেও কোনো রিস্ক নিতে চাননি তিনি, গতকাল রাত্রে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে । গতকাল রাত্রে রিপোর্ট করাতে দেওয়া হয়। আজ সকালেই আসে রিপোর্ট, সেখানে দেখা যায় করোনা আক্রান্ত হয়েছেন তিনি। এই মুহূর্তে অবস্থা বেশ কিছুটা স্থিতিশীল বলেই জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে।
সুজন চক্রবর্তী হলেন যাদবপুর কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী। ইতিমধ্যেই তাঁর এই সংক্রমনের খবর চিন্তার ছায়া ফেলেছে সংযুক্ত মোর্চার কর্মী মহলে। বাম শিবিরের এক বলিষ্ঠ নেতা বলেই মান্যতা পান তিনি। যাদবপুর কেন্দ্রের তরফ থেকে প্রার্থী হয়েছেন ঠিকই তবে নিজের নির্বাচনী প্রক্রিয়া শেষ হলেও অন্য প্রার্থীদের জন্য নির্বাচনী প্রচারে বেরিয়ে ছিলেন তিনি। তার জনসভাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম লক্ষ্য করা যায়।
ওদিকে করোনায় আক্রান্ত হলেন বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর। রবিবার গভীর রাতে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন তিনি৷ ঠাকুরবাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, দিনকয়েক আগে তিনি বর্ধমানের প্রচারে গিয়েছিলেন। সেখানেই চিকিৎসকদের সন্দেহে করোনা পরীক্ষা করা হয় তাঁর। পরবর্তীতে রিপোর্ট পজেটিভ আসে। নির্বাচনের পরিবেশ রাজ্যে করোনার সংক্রমণ মাত্রা ক্রমশ ঊর্ধ্বগামী। গতকালই করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচনী আধিকারিকরা। তাহলে কি এবার শেষ পর্যন্ত একই দফায় ভোট হতে চলেছে! প্রশ্ন থাকছে।