ব্রিটেনে নতুন করে দাপাদাপি শুরু করেছে করোনা। যার জেরে বছর শেষে আতঙ্কিত বিশ্ববাসী। ইতিমধ্যে বিভিন্ন দেশ এর বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। তবে ভারতবাসীর আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ইতিমধ্যে ইউরোপের একাধিক দেশ কানাডা, সৌদি আরব ব্রিটেন থেকে আসা বিমানের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে। যদিও সোমবার একই পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এদিন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, “কেন্দ্র সরকার সজাগ আছে। দেশবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার উপযুক্ত পদক্ষেপ করেছে। এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি।”
ইতিমধ্যে লন্ডনে এক নতুন ধরনের কোভিড-১৯ ভাইরাসের দেখা মিলেছে। যা এতদিনের চেনা করোনা ভাইরাসের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক। ক্রমেই সেদেশে বাড়ছে আক্রান্তদের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে ব্রিটেনে ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, মঙ্গলবার অর্থাৎ ২২ ডিসেম্বর থেকে বুধবার অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারত আসার সমস্ত বিমান বাতিল করল কেন্দ্র। সংক্রমণ রুখতে মোদি সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। কেন্দ্রের এমন সিদ্ধান্তে এটা পরিষ্কার যে মহামারী আবহে কোনও ঝুঁকি নিতে নারাজ মোদি সরকার।