ব্রিটেনে করোনার দাপট, চিন্তার কারণ নেই ভারতেরঃ হর্ষ বর্ধন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 15 Second

ব্রিটেনে নতুন করে দাপাদাপি শুরু করেছে করোনা। যার জেরে বছর শেষে আতঙ্কিত বিশ্ববাসী। ইতিমধ্যে বিভিন্ন দেশ এর বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে। তবে ভারতবাসীর আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ইতিমধ্যে ইউরোপের একাধিক দেশ কানাডা, সৌদি আরব ব্রিটেন থেকে আসা বিমানের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে। যদিও সোমবার একই পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এদিন ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, “কেন্দ্র সরকার সজাগ আছে। দেশবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার উপযুক্ত পদক্ষেপ করেছে। এখনই আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি।”

ইতিমধ্যে লন্ডনে এক নতুন ধরনের কোভিড-১৯ ভাইরাসের দেখা মিলেছে। যা এতদিনের চেনা করোনা ভাইরাসের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক। ক্রমেই সেদেশে বাড়ছে আক্রান্তদের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে ব্রিটেনে ইতিমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, মঙ্গলবার অর্থাৎ ২২ ডিসেম্বর থেকে বুধবার অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারত আসার সমস্ত বিমান বাতিল করল কেন্দ্র। সংক্রমণ রুখতে মোদি সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। কেন্দ্রের এমন সিদ্ধান্তে এটা পরিষ্কার যে মহামারী আবহে কোনও ঝুঁকি নিতে নারাজ মোদি সরকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

শ্যুটিং চলাকালীন অসুস্থ মিঠুন চক্রবর্তী । এম ভারত নিউজ

দ্য কাশ্মীর ফাইল ছবির শ্যুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। শনিবার আউটডোর শ্যুটিং চলাকালীন আচমকা অসু্স্থ বোধ করেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। ইউনিটের সকলে তাঁকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরিচালকও তৎক্ষণাৎ প্যাক আপ করে দেওয়ার প্রস্তাব দেন। সূত্রের খবর, শ্যুটিং বন্ধ করতে প্রথমটায় একদমই রাজি হননি মিঠুন। অভিনেতা বারবার […]

Subscribe US Now

error: Content Protected