ফের করোনা সংক্রমণ ৩ শিশুর শরীরে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 4 Second

করোনার থাবা ৩ শিশুর শরীরে। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে দ্বারস্থ হচ্ছে ছোট ছোট শিশুরা। দুর্গাপুর মহকুমা হাসপাতালে এই নিয়ে ভর্তি হওয়া ৩ শিশুর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। জানা যাচ্ছে এই ৩ শিশুর বয়স এক বছরের কম।যা স্বভাবতই চিন্তায় ফেলছে স্বাস্থ্য দপ্তরকে।

জ্বরে আক্রান্ত ঐ ৩ শিশু পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্যাট্রিয়টিক ওয়ার্ডে চিকিৎসারত ছিল। যদিও পরবর্তীতে সংক্রমণ ধরা পরায়, তাদের কোভিড ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। জানা যাচ্ছে, যেহেতু এই তিন শিশুই প্রথমে পেডিয়াট্রিক ওয়ার্ডে চিকিৎসারত ছিল তাই সমস্ত শিশুদের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও ইতিমধ্যেই পশ্চিম বর্ধমানের স্বাস্থ্য আধিকারিকের তরফে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়ে বলা হয়েছে পেডিয়াট্রিক ওয়ার্ডে ভীড় যাতে না থাকে, সেদিকে নজর দিতে হবে হাসপাতাল সুপারকে। মূলত করোনাবিধি মাথায় রেখেই হাসপাতালে চিকিৎসার আবেদন জানিয়েছেন তিনি। এছাড়াও হাসপাতাল থেকে যাতে দ্রুত সংক্রমণ না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল পর্যন্ত মোট ৫০ জন শিশুর জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে দুর্গাপুর হাসপাতালে। পরবর্তীতে তাদের অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার ফলে দ্রুত অসুস্থ হয়ে পরে তারা । যদিও বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ওই ইনজেকশনের পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে একই সঙ্গে এই ৩ শিশুর করোনা সংক্রমণ যথেষ্ট চিন্তায় ফেলেছে স্বাস্থ্য মহলকে। বিশেষজ্ঞদের মত অনুসারে তৃতীয় ঢেউয়ে সর্বোচ্চ আক্রান্ত হতে পারে শিশুরা। গত কয়েক দিনে যেভাবে শিশু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়েছে, তা স্বভাবতই তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত বলেই মনে করছেন হাসপাতালের চিকিৎসকরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিরোধীদের সমর্থনেই ভারত বনধ পালন কৃষক সংগঠনের । এম ভারত নিউজ

আজ দেশব্যাপী কৃষকদের ডাকা ভারত বনধকে সাফল্যমন্ডিত করতে এগিয়ে এল বিরোধীরা। আজ ৩ কৃষি আইন পাশের বর্ষপূর্তি। আর সেই কারণেই এই আইনের তীব্র বিরোধিতা করতে ভারত বনধের ডাক দিয়েছিল চল্লিশটি কৃষক সংগঠন। প্রসঙ্গত উল্লেখ্য গত এক বছর ধরে দিল্লির সীমানায় সমবেতভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে এই কৃষক সংগঠনের কৃষকরা। ইতিমধ্যেই তাঁদের […]

Subscribe US Now

error: Content Protected