করোনা সংক্রমণ এবার ভারতীয় হকি জগতে। এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 29 Second

টলিপাড়া থেকে বলিপাড়া, আর এবার করোনার থাবা থেকে বাঁচলোনা ক্রীড়াজগৎও। এবার করোনাই আক্রান্ত হলেন ভারতীয় জাতীয় মহিলা হকি টিমের অধিনায়ক সহ ৭ জন খেলোয়াড় এবং দুজন সাপোর্টিং স্টাফ। জানা যাচ্ছে এই প্রত্যেক খেলোয়াড়ই বেঙ্গালুরুর সাই অনুশীলন কেন্দ্রে উপস্থিত ছিলেন। জানা যাচ্ছে নিজস্ব হোম টাউন থেকে প্রত্যেকেই ফিরে আসার পর কোভিড প্রটোকল মত করোনা টেস্ট করা হলে এই সাতজনের রিপোর্ট পজিটিভ আসে। যে ৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে তাঁরা হলেনরানি রামপাল, সবিতা পুনিয়া, শর্মিলা দেবী, রজনী, নভজোৎ কর, নভনীত কুমার এবং সুশীলা। এঁদের সঙ্গে ভিডিও অ্যানালিস্ট অম্রুতাপ্রকাশ এবং সায়েন্টিফিক অ্যাডভাইসর ওয়েন লোম্বার্ডের রিপোর্টও পজিটিভ এসেছে।

স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে, আসন্ন অলিম্পিকে অংশগ্রহণ করতে চলেছে ভারতের এই মহিলা হকি দলটি। তাই সেই আসন্ন অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতেই ২৫ সদস্যের এই দলটি এসে অংশগ্রহণ করেছিলে বেঙ্গালুরুর সাই অনুশীলন কেন্দ্রে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তরফে একটি বিবৃতিতে আরও জানানো হয়েছে, ‘‘আক্রান্ত প্লেয়ারদের শরীরে করোনার কোনও উপসর্গ দেখা যায়নি। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। সাই ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে পর্যবেক্ষণে রয়েছেন প্রত্যেকে।’’ বর্তমানে তাঁদের শারীরিক সমস্যাগুলিকে নথিবদ্ধ করা হচ্ছে। শারীরিকভাবে ফিট থাকার কারণেই হয়তো খুব শীঘ্রই এই সংক্রমণ থেকে মুক্ত হবেন তাঁরা। এই খবর সামনে আসার পর থেকেই তাঁদের সুস্থতা কামনা করে অনেকেই টুইট করেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা পরিস্থিতিতে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ব্রিটেন। এম ভারত নিউজ

করোনা পরিস্থিতির এই সংকটে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে জার্মানি চীন-পাকিস্তান ইউনাইটেড নেশন এবং ‘ব্রিটেনের’ মত দেশ গুলি। করোনার প্রথম ঢেউয়ে তৎপরতার সঙ্গে সারা বিশ্বকে টিকা প্রেরণের দিক থেকে সমস্ত দেশের মিত্রদেশ হয়ে উঠেছে ভারত ।তাই করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল হওয়া ভারতের পাশে এসে দাঁড়ালো ব্রিটেন। অক্সিজেন সংকটে ধুঁকছে গোটা ভারত। […]

You May Like

Subscribe US Now

error: Content Protected