করোনার দ্বিতীয় দফায় সংক্রমণ কাটতে না কাটতেই ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে তৃতীয় ঢেউ। বর্তমানে দেশের করোনা সংক্রমণ ৪০ হাজারের কাছাকাছি । তবেই স্বস্তির খবর বলতে আক্রান্তের সংখ্যা বাড়ল মৃত্যুর সংখ্যা নিম্নগামী।

জানা যাচ্ছে গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা, ৩৯ হাজার ৭৪২ জন। সেক্ষেত্রে শনিবারের করোনা সংক্রমনের মাত্রা দেখে জানা যাবে, শনিবার দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিল ৩৯ হাজার ৯৭ জন। তবে একদিকে যেমন সংক্রমণ ঊর্ধ্বগামী তখন সুস্থতার হার স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করছে মানুষকে। জানা যাচ্ছে গত শনিবার দেশের সুস্থ হয়ে ছিলেন ৩৫ হাজার ৮৭ জন। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছে ৩৯ হাজার ৯৭২ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক প্রকাশিত তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫৩৫ জনের। শনিবারে এই সংখ্যা ছিল ৫৪৬। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় মৃতের সংখ্যা ছিল ৪৮৩। দেশে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২০ হাজার ৫৫১ জনের।