হাসপাতালে বেড না পেয়ে মুখে মাস্ক নিয়ে পুরসভার সামনে ধরনায় বসে মৃত্যুবরণ করলেন এক করোনা রোগী। ঘটনাটি ঘটেছে বুধবার মহারাষ্ট্রের নাসিকে। ওই ব্যক্তির অভিযোগ ছিল, একাধিক হাসপাতাল তাকে ফিরিয়ে দিয়েছে।
ওই ব্যক্তির নাম ছিল বাবাসাহেব কোলে। বুধবার ধরনায় বসার এক ঘণ্টার মধ্যে পুরসভার একটি অ্যাম্বুলেন্সে করে তাকে পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেদিন মাঝরাতে তার অক্সিজেন লেভেল অত্যন্ত নিচে নেমে গেলে তার মৃত্যু হয় বলে খবর। তার স্ত্রী সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন,”দু’-তিনদিন আগে তাঁর স্বামী একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে স্থান না পেয়ে তিনি যান আর একটি হাসপাতালে। সেখান থেকে ফিরিয়ে দিলে তিনি যান সরকারি মেডিকেল কলেজে। কিন্তু সেখানেও বেড পাননি।”
২০২০ সালের অক্টোবরের পরে বৃহস্পতিবার মহারাষ্ট্রে ফের করোনা গ্রাফ নিয়ন্ত্রণের সব সীমা ছাড়িয়ে গেছে। এই একদিনে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৭২ হাজার ছাড়িয়েছে। মহারাষ্ট্রে অবস্থা আরো শোচনীয়। গোটা দেশে যত সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, তার অর্ধেক কেসই মহারাষ্ট্রের বলে খবর সূত্রের। ধীরে ধীরে করোনাভাইরাস কিরকম মারণ রূপ নেওয়ার প্রশাসনের কপালে পড়েছে গভীর চিন্তার ভাঁজ। যদিও ভাইরাসের ভ্যাকসিন এসে গেছে, কিন্তু তবুও আক্রান্তের সংখ্যা এই হারে বাড়ায় প্রশাসন অত্যন্ত চিন্তিত।
এখন এটাই দেখার যে, প্রশাসন এই করোনার ঊর্ধ্বমুখী হারকে কিভাবে নিয়ন্ত্রণ করে।