কোভিড 19-এ ত্রস্ত গোটা বিশ্ব। করোনার কারণে বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা। এই পরিস্থিতিতে আগামী বছর শীত আসতে আসতে সংক্রমণ ঠেকানোর পাশাপাশি পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যাবে বলে মন্তব্য কোভিড টিকা প্রস্তুতকারক জার্মান সংস্থা বায়োএনটেক-এর প্রধান উর সাহিনের।

তাঁর কথায়, 2021-এ গ্রীষ্ম থাকতে থাকতে যদি ব্যাপক হারে টিকাকরণ প্রক্রিয়া সেরে ফেলা যায়, তবেই কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি ফের স্বাভাবিক হয়ে যাবে। মার্কিন সংস্থা ফাইজারের সঙ্গে মিলে কোভিডের প্রতিষেধক তৈরি করছে বায়োএনটেক। তাদের তৈরি প্রতিষেধক ৯০ শতাংশেরও বেশি কার্যকরী বলে ইতিমধ্যেই দাবি করেছে তারা। আগামী বছর এপ্রিলের মধ্যে ওই প্রতিষেধকের ৩০ কোটি ডোজ তাঁরা সরবরাহ করতে পারবেন বলে দাবি উরের। তবে তাদের তৈরি প্রতিষেধক বয়স্ক মানুষদের জন্য কতটা নিরাপদ সে বিষয়ে পরিস্কার করেনি সংস্থা।

অন্যদিকে আমেরিকার সংস্থা মর্ডানার তৈরি করোনা ভ্যাকসিন 94.5 শতাংশ কার্যকরী। গতকালই এক বিবৃতিতে দাবি করেছে সংস্থা। তবে করোনা পরিস্থিতিতে এখন ভ্যাকসিন বেরোনোর অপেক্ষায় বিশ্ববাসী। বর্তমানে সংক্রমণে মৃত্যুর হার অনেকাংশে কমলেও আক্রান্তের হার সেভাবে কমছে না। এই পরিস্থিতিকে সঙ্গী করেই বাহিরমুখী হচ্ছে মানুষ। স্বাভাবিকভাবেই ভ্যাকসিন বেরোনোর দিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে। সেই জায়গায় দাঁড়িয়ে জার্মান সংস্থার প্রধানের এমন মন্তব্যে আশার আলো দেখছে সাধারণ মানুষ।