মাত্র ১৫৬ টাকায় করোনার চিকিৎসা, নতুন স্কিম আনল SBI । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 46 Second

করোণার দ্বিতীয় ঢেউএর ধাক্কায় আবার নাজেহাল গোটা দেশ। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ইতিমধ্যেই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সমস্ত রেকর্ড। এই পরিস্থিতিতেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI করোণা প্রতিহত করতে আনল নতুন স্কিম। নাম করোণা রক্ষক স্কিম। এটি আদতে একটি স্বাস্থ্য বিমা। কারো করোণা হলে ১০০% মেডিকেল কভারেজ পাওয়া যাবে এই বিমায়। এই বিমার গ্রাহক হতে পারেন যে কেউই,কিন্তু শর্ত একটাই, বয়স হতে হবে কমপক্ষে ১৮।

করোণা রক্ষক বিমায় কভারেজ সম্পন্ন হবে মাত্র একটি প্রিমিয়ামেই। সবচেয়ে কম প্রিমিয়াম দেওয়া যাবে ১৫৬টাকা এবং সর্বোচ্চ ২২৩০টাকা।স্কিমের সময়সীমা ১০৫ দিন, ১৯৫ ও ২৮৫ দিনের৷ স্কিমের ন্যুনতম মেডিকেল কভারেজ ৫০ হাজার টাকা ও সর্বাধিক লক্ষ টাকা৷

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ৩৭২। গত চব্বিশ ঘণ্টায় মারা গিয়েছেন ১,০২৭ জন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে SBI এর এই নতুন প্রকল্প সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নতুন উপসর্গ দ্বিতীয় ঢেউতে, আপনিও আক্রান্ত নন তো ? দেখে নিন । এম ভারত নিউজ

দেশ জুড়ে করোণার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে এখনো মাসখানেকও হয়নি। এরই মধ্যে প্রায় আকাশ ছুঁয়ে ফেলেছে আক্রান্তের সংখ্যা। বেড়ে চলেছে মৃত্যু মিছিলও। প্রথমে আট-নয়টি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকলেও গত কয়েকসপ্তায় সংক্রামন ছড়িয়েছে আরো কয়েকটি রাজ্যে। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়েও লাগামছাড়া ভাব গোটা দেশে। রাজনৈতিক সভা,মিছিল, ধর্মীয় সমাবেশ সবই চলছে বহাল […]

You May Like

Subscribe US Now

error: Content Protected