করোনা আপডেট : ২৬ হাজারে নামল দৈনিক সংক্রমণ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 43 Second

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৬,৫৬৭ জন । দেশে এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৭০৩৭৭০ । গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৮৫ জনের । মোট মৃত ১৪০৯৫৮ জন । এই মুহূর্তে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৮৩৮৬৬ । ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ৪৫ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৯১ লক্ষ ৭৮ হাজারেরও বেশি মানুষ। দেশে এখন মৃত্যুহার ১.৪৫ শতাংশ । সুস্থতার হার ৯৮.৫৫ শতাংশ ।

গত ৫ মাসে এই প্রথম কমল দৈনিক সংক্রমণ । ৩০ হাজারেরও নিচে নামল সংক্রমণ । যা গত ৫ মাসের তুলনায় অনেকটাই কম । ৯০ হাজারের ঘর থেকে সোজা ২০-এর ঘরে নামল আক্রান্তের সংখ্যা । ভ্যাকসিন নিয়ে সারা বিশ্বে চলছে নানান পরীক্ষা-নিরীক্ষা । এর মধ্যেই প্রধানমন্ত্রী বেশ কয়েকদিন আগেই জানিয়েছিলেন তিনটি ভারতীয় ভ্যাকসিন খুব শীঘ্রই চলে আসতে পারে । ওদিকে ‘সেরাম ইনস্টিটিউটে’র তরফে জরুরী ভিত্তিক টিকা প্রয়োগের আবেদন জানানো হয়েছে ইতিমধ্যেই । দেশের পাশাপাশি এদিকে রাজ্যের সংক্রমণ সংখ্যাও আসতে আসতে কমছে । এত দিন পর দেশবাসী কিছুটা হলেও আশার আলো দেখছেন তা বলা যেতেই পারে ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বনধে জেলায় জেলায় রাজনৈতিক দলের দাপট । এম ভারত নিউজ

আজ সর্বভারতীয় কৃষক সংগঠনের ডাকা ভারত বনধের প্রভাব পড়েছে জেলা থেকে রাজ্য এমনকি সারা দেশেই । বনধে কাজে লাগিয়ে প্রায় রাজনোইতিক দাপট চলছে সারা দেশে । জেলায় জেলায় আন্দোলনের সমর্থনে বামেরা রাস্তায় নেমেছেন । বনধ কায়েম রাখতে অবরোধ থেকে শুরু করে টায়ার পোড়ানো, বাসে আগুন দেওয়ার চেষ্টাও হয়েছে । সবরকম […]

Subscribe US Now

error: Content Protected