গতকাল দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৩০ হাজার যা সমীক্ষা অনুযায়ী বিগত কয়েক মাসের সর্বনিম্ন সংক্রমণ । তবে আজ বুলেটিন বলছে সংক্রমণের সংখ্যা আরও নেমেছে । অর্থাৎ কালকের থেকেও কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা । দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯,১৬৩ জন যা গতকালের তুলনায় অনেকটাই কম । যদিও বেড়েছে মোট আক্রান্তের সংখ্যা, বেড়ে হয়েছে ৮৮,৭৪,২৯১ । গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪৯ জনের । দেশে মোট মৃত্যু হয়েছে ১,৩০,৫১৯ জনের । গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০,৭৯১ জন । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৮২,৯০,৩৭০ জন । এই মুহূর্তে সারা ভারতে চিকিৎসাধীন মানুষের সংখ্যা ৪,৫৩,৪০১ । দেশে সুস্থতার হার ৯৩.৪২%। মৃতের হার ১.৪৭% ।

অন্যদিকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা খুব একটা ভালো নয় । গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩০১২ জন । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৩৪,৫৬৩ । ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩ জনের । এই মুহূর্তে রাজ্যে চিকিৎসাধীন মানুষের সংখ্যা ২৭,৮৯৭ । শুধু মাত্র কলকাতাতেই আক্রান্ত প্রায় ৯৫ হাজার । কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২৮ । কলকাতায় এই মুহূর্তে মোট আক্রান্ত ৯৪ হাজার ৭৫২ জন ৷ ২৪ ঘন্টায় শহরে মৃত্যু হয়েছে ১৪ জনের । মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৮৩৫ । অবশ্য শহরে একদিনে সুস্থও হয়েছেন ৮৭৪ জন ।