0
0
Read Time:1 Minute, 25 Second
দেশবাসীর জন্য সুখবর। আগামী বছরের গোড়াতেই একাধিক করোনা টিকার গবেষণা ও উৎপাদনের ক্ষেত্রে সাফল্যের আশা করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তখনই ভারতেও মিলতে পারে করোনার ভ্যাকসিন। স্বাস্থ্যমন্ত্রীর মতে, পুরোদমে টিকার উৎপাদন ও ব্যবহার শুরু হলেই করোনা সংক্রমণ এড়ানো যাবে। ইতিমধ্যেই টিকার উৎপাদন এবং বণ্টন প্রক্রিয়া সংক্রান্ত রূপরেখা তৈরি করছে বিশেষজ্ঞ গোষ্ঠীগুলি, মঙ্গলবার এমটাই জানান মন্ত্রী। ভারতে করোনা টিকা প্রস্তুত করতে অন্তত সাতটি পৃথক গবেষণা চলছে। ভারত বায়োটেক, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, জাইডাস ক্যাডিলা, প্যানাসিয়া বায়োটেক, ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস, মাইনভ্যাক্স অ্যান্ড বায়োলজিক্যাল-ই-র মতো সংস্থা এই উদ্দেশ্যে কাজ চাযলিয়ে যাচ্ছে। তবে এরই মাঝে দেশে করোনাভাইরাস সংক্রমণের হার কমে ৬০ হাজারের নীচে নামায় কিছুটা স্বস্তি।