এবার ১৮বছর বয়স হলেই মিলবে করোণার টীকা। আজ এমনই বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আগামী ১লা মে থেকে ১৮বছর বয়সীরাও সবাই পাবেন করোণা টীকা।
এবার থেকে খোলা বাজারেই মিলবে করোণার ভ্যাকসিন। যেকোনো ব্যক্তি চাইলেই নিজেই কিনে নিতে পারবেন ভ্যাকসিন। ভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থাগুলি নিজেদের ৫০% ভ্যাকসিন খোলা বাজারে বিক্রি করতে পারবে এমনই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এর ফলে ভারত বায়োটেক বা সিরাম ইন্সটিটিউট থেকেই ভ্যাকসিন কিনতে পারবে রাজ্যগুলি।
এই মূহুর্তে করোণার ভ্যাক্সিন সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া গেলেও তা শুধুমাত্র বয়স্ক ব্যক্তি ও করোণা যোদ্ধাদের জন্যই সীমাবদ্ধ ছিল। এবার সেই বাধা কাটল।
কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বেশ আশাবাদী বিশেষজ্ঞদের একাংশ। টীকা সবার কাছে সহজলভ্য হলে অনেকটাই হয়ত ঠেকানো যাবে নতুন সংক্রমন, এমনটাই মনে করছেন তাঁরা