ফের করোনা থাবা ইংল্যান্ড সফরযাত ভারতীয় ক্রিকেট দলে। জানা যাচ্ছে ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন ভারতের ১ জন ক্রিকেটার । যদিও এক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে দুজনের শরীরে করোনা সংক্রমণ ঘটেছে । তবে এখনও পর্যন্ত তাঁদের নাম প্রকাশ করা হয়নি। জানা যাচ্ছে তাঁদের মধ্যে একজন একেবারেই অ্যাসিমট্রমিক। অর্থাৎ তাঁর শরীরে করোনা সংক্রমণ ঘটলেও, কোনো রকম কোনো উপসর্গ বর্তমান নেই।তবে তাঁদের শরীরে করােনার পরীক্ষা করা হলে ১ জনের করোনার রিপোর্ট ইতিমধ্যেই নেগেটিভ এসেছে। আরও এক ক্রিকেটারকে রাখা হয়েছে তাঁর আত্মীয়ের বাড়িতে হোম আইসোলেশনে।

ইংল্যান্ড সফরের আগেই আগামী ১৮ জুলাই আরও একবার করোনা পরীক্ষা করা হবে এই ক্রিকেটারের । সেক্ষেত্রে ফলাফল নেগেটিভ আসলেই, বিদেশযাত্রার বিষয়ে চিন্তা করবেন ভারপ্রাপ্ত আধিকারিক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর মাঝের অনেকটা সময়! এখনও ইংল্যান্ডেই ছুটি কাটাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেটাররা ৷ এরপর শুরু হবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ ৷ জানা যাচ্ছে তাঁর আগেই এই করোনা সংক্রমণ রীতিমতো চিন্তায় ফেলেছে ভারতীয় দলকে। তবে দ্রুত তৎপরতার সঙ্গে করোনা রিপোর্ট করায় তাঁদের সংস্পর্শে আসা প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে আগামী তিন দিনের জন্য। পরবর্তীতে আগামী ১৮ তারিখে আরও একবার করোনা পরীক্ষা করে সম্পূর্ণ সিদ্ধান্তে আসবেন ভারপ্রাপ্তরা।