করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে প্রতিদিন । প্রায় ১০০ বছর অন্তর অন্তর এরম অতিমারীর সম্মুখীন হতে হয়েছে, করোনাও সেরকম অতিমারী এর প্রভাব এখন আরও বেশি করে চোখে পড়বে । করোনা ছড়ানোর ছ’মাসের মধ্যেই এই সতর্কবার্তা জানাল ‘হু’ ।
বিশ্বে এখনও পর্যন্ত ১ কোটি ৭৩ লাখের বেশি মানুষ এই সংক্রমণের কবলে পড়েছেন। মৃত প্রায় ৬ লাখ ৭৫ হাজার মানুষ । শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমারজেন্সি কমিটির বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম জানান, “ছ’মাস আগে আপনারা পরামর্শ দিয়েছিলেন যাতে আমি পাবলিক হেলথ এমারজেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন জারি করি। সেই সময় চিনের বাইরে ১০০ জনও সংক্রামিত হয়নি। একটাও মৃত্যু হয়নি। কিন্তু এখন এই অতিমারী এক শতকে একবার আসা অতিমারীতে পরিণত হয়েছে। এর প্রভাব আগামী কয়েক দশক ধরে বোঝা যাবে।” ১৮ জন সদস্য ও ১২ জন উপদেষ্টা নিয়ে চারবার বৈঠকে বসল এই কমিটি ।
