
ডিসেম্বরে ক্রিসমাস সেলিব্রেশন নিয়ে আনন্দের সময় আতঙ্কে কাঁপছে গোটা ব্রিটেন। করোনাভাইরাসের এক নতুন স্ট্রেন শনাক্ত করা হয়েছে যুক্তরাজ্যে। তবে শুধু যুক্তরাজ্য নয় গোটা ইউরোপে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার জন্য ক্রমেই কড়া লকডাউন জারি করা হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে । ইউরোপের অন্যান্য দেশগুলোর পাশাপাশি প্রায় সমস্ত দেশের সঙ্গে বৃটেনের পরিবহন বিচ্ছেদও ঘোষণা করা হয়েছে ।
অন্যদিকে জার্মানিতে এখনো এই ধরনের ভাইরাসের সংক্রমণ ঘটেনি। যদিও এ নিয়ে একেবারেই নিশ্চিন্ত হতে পারছেনা জার্মান সরকার । তাই কোভিড ১৯- এর গাইডলাইন কড়াকড়ি ভাবে পালন করার জন্য আদেশ দেওয়া হয়েছে । সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে সমস্ত উড়ান বাতিল করেছে ভারতও।
উল্লেখ্য ইতিমধ্যেই ভারতের অন্ধ্রের এক মহিলা সংক্রমিত হয়েছেন নতুন এই স্ট্রেনের ভাইরাসে । নতুন এই স্ট্রেনে আতঙ্কিত গোটা দেশ । তবে, AIMS এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন আতঙ্কের কিছু নেই কারণ প্রতি মাসেই প্রায় দুবার করে স্ট্রেন চেঞ্জ করে এই ভাইরাস এবং মনে করা হচ্ছে ট্রায়ালে থাকা সমস্ত ভ্যাকসিন কার্যকরী হবে এই নতুন স্ট্রেনের ভাইরাসের ওপর ।