
দেশে করোনার মাত্রা কমতে শুরু করেছিল বছর শুরুতেই, কিন্তু সাধারণ মানুষের লাগাম ছাড়া জীবনযাপনে ফেব্রুয়ারী থেকেই আবারও সংক্রমণের মাত্রা হু হু করে বাড়তে থাকলো|বৃহস্পতিবার থেকে শুরু হওয়া উত্তরাখন্ডের হরিদ্বারের কুম্ভমেলাতেও করোনার থাবা পড়লো| রাজ্যের প্রশাসন জানিয়েছে কৃষ্ণ আশ্রমের ৭ জন সন্ন্যাসী করোনায় আক্রান্ত হয়েছে, তাদেরকে আইসোলেশনে রাখার ও ব্যবস্থা করা হয়েছে|গত ৪ দিনে কয়েক’শ মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন কুম্ভমেলাতে| কুম্ভমেলার স্বাস্থ্য আধিকারিক ডক্টর সাঙ্গির জানিয়েছেন,‘১ এপ্রিল থেকে শুরু হয়েছে মেলা, ইতিমধ্যেই তিনশো জন আক্রান্ত হয়েছে’| উত্তরাখন্ড সরকার জানিয়েছেন -‘ ৩০ দিন মেলা চলবে, যদি করোনার প্রকোপ বাড়তে থাকে তাহলে পরে গিয়ে পরিস্থিতি আরও খারাপ হতে ’| করোনার কথা মাথায় রেখেই উত্তরাখন্ড সরকার কিছু গাইডলাইন ঠিক করেছে, তাতে বলা হয়েছে -‘আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেই কুম্ভ মেলায় ঢুকতে পারবে, নচেৎ প্রবেশ নিষেধ’|এই কুম্ভ মেলায় তিনটি শাহি স্নানের ব্যবস্থা হয়েছে, ১২, ১৪, ২৭ এপ্রিলে প্রায় কয়েক লক্ষ মানুষ স্নানে আসবেন| লক্ষাধিক মানুষের জমায়েতে করোনা পরিস্থিতি ঠিক কি রকম হবে তা নিয়েই চিন্তিত উত্তরাখন্ড সরকার|