কয়লা পাচার কাণ্ডের তল্লাশিতে ফ্রি হ্যান্ড সিবিআইকে । কয়লা ও গরু পাচার কান্ডে সরগরম রাজ্য রাজনীতি । মামলার তদন্তে সিবিআই । তবে তদন্ত করতে গেলে সহযোগিতা নিতে হবে রাজ্যের এটাই ছিল কলকাতা হাই কোর্টের তরফে সিবিআইকে দেওয়া নির্দেশ আর তাতেই ক্ষুব্ধ সিবিআই । তদন্তে নেমে কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফে লালার নামে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে সিবিআই । সেই অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের সম্মুখীন হন লালা । আর দীর্ঘ শুনানি শেষে সিবিআইয়ের বিরুদ্ধে লালার করা মামলা খারিজ করে দেয় আদালত। পাশাপাশি আদালতের তরফে জানানো হয়েছে, সিবিআইয়ের এফআইআরের বিরুদ্ধে যাতে কোনও হস্তক্ষেপ না করা হয়, আইন অনুযায়ী তারা তদন্ত চালাতে পারবে । অতএব কয়লা পাচার কাণ্ডে তল্লাশি চালাতে গেলে লাগবে না রাজ্যের অনুমতি। জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ । এমনকি অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা-সহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চালাতে পারবে সিবিআই। ২৩ মার্চের মধ্যে সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। ২৭ তারিখ মামলার পরবর্তী শুনানি।
কয়লা পাচার কাণ্ডের তল্লাশিতে সিবিআইকে ফ্রি হ্যান্ড কোর্টের । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 46 Second