Read Time:51 Second
করোনায় আক্রান্ত হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। আজ টুইট করে একথা জানিয়েছেন তিনি। গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও কোভিড টেস্ট করার আবেদন জানিয়েছেন মন্ত্রী। প্রসঙ্গত, গত ২০ নভেম্বর মন্ত্রী ভিজ ভারত বায়োটেক ও আইসিএমআর-এর যৌথ উদ্যোগে তৈরি কোভিড ভ্যাকসিন কো-ভ্যাকসিন টিকার ট্রায়ালে অংশগ্রহণ করেছিলেন। স্বেচ্ছাসেবক হিসেবে প্রথম টিকার ডোজ নিয়েছিলেন। তবে তাঁকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল না কি প্ল্যাসেবো, তা স্পষ্ট হয়নি।
