কোভ্যাক্সিনের থেকে অ্যান্টিবডি তৈরিতে বেশি কার্যকরী কোভিশিল্ড। সম্প্রতি এই তথ্যই উঠে এসেছে একটি গবেষণায়। ভারতীয় গবেষক ড. এ.কে সিং ৫১৫ জন চিকিৎসক এবং নার্সকে এই গবেষণাটি চালান যাঁদের প্রত্যেকেই কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের দুটি ডোজই পেয়েছেন। গবেষণায় দেখা গেছে অ্যান্টিবডি তৈরির ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে কোভিশিল্ড। গবেষণায় দেখা গেছে টিকা পাওয়া ৫১৫ জন স্বাস্থ্যকর্মীর ৯৫% এর মধ্যেই তৈরি হয়ে সেরোপজেটিভিটি অর্থাৎ উচ্চপর্যায়ের অ্যান্টিবডি। ৪২৫ জন কোভিশিল্ড গ্রহীতার দেহে ৯৮.১% এবং ৯০ জন কোভ্যাক্সিন গ্রহীতার দেহে ৮০% সেরোপজেটিভিটি তৈরি হয়েছে। গবেষকদের দাবী দুটি ভ্যাক্সিন নেওয়ার পরই ভালোরকম প্রতিরোধ ব্যবস্থা তৈরি হয়েছে গ্রহীতাদের দেহে। যদিও এক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে রয়েছে কোভিশিল্ড। ভারতে আপাতত কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন টিকাকরণই চলছে। আজ থেকে শুরু হওয়ার কথা স্পুটনিক ভি টিকাকরণও। যদিও শিশুদের ক্ষেত্রে এখনও শুরু হয়নি টিকাকরণ।
অ্যান্টিবডি তৈরিতে কোভ্যাক্সিনের তুলনায় বেশি সক্ষম কোভিশিল্ড ? । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 37 Second