রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস এর উদ্যোগে এবার লেকটাউনে শুরু হল কোভিশিল্ডের টিকাকরণ শিবির। সমস্ত দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, স্বরস্বতী পুজো, ছট পুজো, গণেশ পুজো ও ঈদ কমিটির সদস্যদের বিনামূল্যে কোভিশিল্ডভ্যাকসিন দেওয়া শুরু হলো। আজ সকাল ১০ টা থেকে শুরু হলো ৫ই আগস্ট পর্যন্ত চলবে এই কোভিশিল্ড টিকাকরণ শিবির। বিভিন্ন কমিটির ১০ হাজার জন সদস্যকে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে।করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতির জেরে ২০২০ তে কিছু বড় পূজা কমিটি ছাড়া বাকি সব কমিটির পূজা কোনোরকম হয়েছিল বললেই চলে। আবার কোথাও বন্ধ হয়ে গেছিল পূজা। এবছর এখনও পূজা হতে কিছু দিন বাকি আছে। রাজ্যে এখনও করোনার বিধি নিষেধ জারি আছে।

এখনও পর্যন্ত দুর্গাপূজা কমিটিগুলোকে প্রশাসন থেকে সবুজ সংকেত দেওয়া হয়নি। বর্তমানে রাজ্যে করোনার সংক্রমণ নিম্নগামী হলেও মহানগরীতে সংক্রমনের সংখ্যা কিছুটা বেশি। সুজিত বসু বলেন, এবছর বিধি নিষেধ মেনে পূজা হলেও যাতে কিছুটা সংক্রমণ এড়ানো যায় সে কথা মাথায় রেখেই এই টিকাকরণের পরিকল্পনা।