আজকে রাজ্যে ছিল পঞ্চম দফার বিধানসভা নির্বাচন। একুশের এই বিধানসভা নির্বাচনকে ঘিরে বিগত কয়েক মাস ধরেই সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যে সিপিআইএম প্রার্থীর পোলিং এজেন্টের বেফাঁস মন্তব্যের জেরে আরো একবার তোলপাড় বঙ্গের ভোট ময়দান। ১৭ই এপ্রিল পঞ্চম দফাতেই ভোট ছিল পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভায়।
এই বিধানসভা পরিচিত সিপিআইএম ও তৃনমূলের হাড্ডাহাড্ডি যুদ্ধক্ষেত্র হিসেবেই।
২০১৬ এর বিধানসভা নির্বাচনে তৃনমূলের উজ্জ্বল প্রামানিককে ১৪২৩ ভোটে হারিয়ে এই কেন্দ্র থেকে জয়ী হন সিপিআইএম প্রার্থী সমর হাজরা। এবারেও জামালপুরে সংযুক্ত মোর্চার তরফে সিপিআইএমের প্রার্থী সমর হাজরা। আজ ভোট চলাকালীন তাঁর ১০৮ নম্বর বুথের পোলিং এজেন্ট অজিত ঘোষের বেফাঁস মন্তব্যের জেরে শিরোনামে জামালপুর। আজই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওটিতে অজিত ঘোষকে বলতে শোনা যায়, “আমি বামফ্রন্ট করি, আমার ছেলে বিজেপির শক্তিশেলের নেতা।এবার তো বামফ্রন্ট জিততে পারবেনা,তাই গোটা জামালপুর থানায় আমরা বামফ্রন্ট আর বিজেপি এক হয়ে আছি তৃনমুলকে হারাবো বলে”।
রাজ্যে এই মুহুর্তে কার্যতই অহি নকুল সম্পর্ক রাম-বাম শিবিরের। সেখানে দাঁড়িয়ে খোদ জামালপুরের বিদায়ী বিধায়কের পোলিং এজেন্টের এহেন মন্তব্যে সিঁদুরে মেঘ দেখছে ঘাসফুল শিবির। যদিও এই ব্যাপারে সমর হাজরা বা অন্যান্য সিপিআইএম বা বিজেপি নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।