নীরজ চোপড়ার জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করল সিএসকে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 40 Second

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ১৩৩ কোটি মানুষের স্বপ্ন পূরণ করল নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে ভারতকে সোনা এনে দিয়েছেন নীরজ চোপরা। ইতিমধ্যেই তাঁর এই সাফল্যকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্নভাবে উদযাপন করা শুরু করেছেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছেছে শুভেচ্ছাবার্তা । ইতিমধ্যেই হরিয়ানা সরকারের তরফ থেকে তাঁর নামে বিপুল পরিমাণ উপহার এবং সম্মান ঘোষণা করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন সংস্থার তরফ থেকে সম্মানিত করা হচ্ছে তাঁকে। আর এই খাতায় নাম লিখিয়েছে আইপিএলের অন্যতম বিখ্যাত দল চেন্নাই সুপার কিং । ইতিমধ্যেই নীরজের নামে এক কোটি টাকা ঘোষণা করেছে চেন্নাই সুপার কিং। পাশাপাশি তাঁর নামে একটি স্পেশাল জার্সির বরাৎ দেওয়া হয়েছে সিএসকের তরফ থেকে। গতকালের ইভেন্টের ফাইনালের দ্বিতীয় রাউন্ডে, ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুঁডে় স্বর্ণপদকে নিজের নাম লিখেছেন তিনি।

ইতিমধ্যেই তাঁর এই স্বর্ণপদক তিনি কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিংয়ের নামে উৎসর্গ করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন হরিয়ানার কিংবদন্তি এই খেলোয়াড়। তাঁর মৃত্যুর পরে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন মিলখা সিংয়ের শেষ স্বপ্ন ছিল টোকিও অলিম্পিকে ভারতকে সোনা জিততে দেখা। তবে তিনি না থাকলেও তাঁর স্বপ্ন পূরণ করলেন নিরজ। এই প্রসঙ্গে নীরজ বলেন, “এই বছর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে। ২-৩টি আন্তর্জাতিক প্রতিযোগিতা আমাকে সাহায্য করেছে খুব। অলিম্পিক্সে খেলার কোনও চাপ ছিল না। নিজের পারফরম্যান্সেই ফোকাস করতে পেরেছিলাম শুধু।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করায় মমতাকে একহাত নিলেন শুভেন্দু । এম ভারত নিউজ

কেন্দ্র সরকারের বিদ্যুৎ সংশোধনী বিলকে জনস্বার্থ বিরোধী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই এই বিলের তীব্র বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর বিরোধীদের তরফ থেকে আপত্তি জানানোয় এই বিল পাস করতে পারেননি কেন্দ্রীয় শাসক বাহিনী। তবে এবার ফের এই বিল পাস […]
politics_644

Subscribe US Now

error: Content Protected