
‘দাদার অনুগামী
‘-র পাল্টা ‘দিদির সৈনিক
‘। এতদিন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম কাণ্ডারী শুভেন্দু অধিকারীর ছবি সহ পোস্টারে ছেয়ে গিয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত। যেখানে প্রতিটি পোস্টারে দাদার অনুগামী
বলে লেখা থাকত। এবার পূর্ব মেদিনীপুরের খাস নন্দীগ্রামেই মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ও দিদির সৈনিক
লেখা পোস্টার পড়ল। যা নিয়ে বিধানসভা ভোটের আগে বেশ সরগরম নন্দীগ্রাম তথা রাজ্য রাজনীতি।

প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই অরাজনৈতিক ব্যানারে সভা, কর্মসূচি নিয়ে বেশ জলঘোলা চলছে পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে। বিভিন্ন এলাকায় নানান কর্মসূচিতে অংশগ্রহণ করলেও কোথাও দলীয় নেত্রীর নাম নিতে দেখা যায়নি পোড়খাওয়া এই রাজনীতিবিদকে। এসবের মাঝেই জেলার পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় শুভেন্দুর ছবি সহ পোস্টার বের হয়। যেখানে দাদার অনুগামী
বলেই লেখা দেখতে পাওয়া যায়। এরপর থেকেই জোর চর্চায়ে শুভেন্দু। তবে কি তৃণমূলের সঙ্গে বহুদিনের সম্পর্কে ইতি টানতে চলছেন অধিকারী পুত্র। সে প্রশ্নের অবশ্য জবাব না মিললেও আগামী ১৯ শে নভেম্বর ফের বড়সড় বার্তা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বয়ং শুভেন্দু অধিকারী। এসবের মাঝেই মঙ্গলবার দিদির সৈনিক
পোস্টার বেশ জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।