0
0
Read Time:1 Minute, 26 Second
বিহারে দলিত মহিলাকে বেধড়ক মারধর পুলিশের। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। পুলিশের উর্দি পরা সুরসান্দ থানার আধিকারিক রাজ কিশোর সিং ঐ মহিলার গায়ে হাত তোলেন। গোটা ঘটনায় সমালোচনার মুখে পড়েছে হয়েছে বিহারের নিতিশ সরকার।
ভাইরাল ভিডিয়োতে দেখা গেছে, রাস্তার মাঝে এক দলিত মহিলাকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করছেন এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে বিহারের সীতামারহি জেলায়।
স্থানীয়রা জানিয়েছেন, মাঝ রাস্তায় দুইজন মহিলা ঝগড়া করছিলেন। একটা পর্যায়ে তা হাতাহাতিতে পৌঁছায়। তা থামাতে গিয়ে রেগে যান পুলিশকর্মী। তারপরেই লাঠি দিয়ে মারধর করেন দলিত মহিলাকে। ঘটনাটি ঘিরে শোরগোল পড়তেই তদন্ত শুরু হয়েছে।