অমাবস্যার অন্ধকার বাজেট, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। এম ভারত নিউজ

Mbharatuser

উত্তরপ্রদেশে কী হয়েছে। উন্নাওতে যারা ধর্ষণ করেছেন তাদের প্যারোলে ছেড়ে দাও।’ প্রশ্ন তোলেন মমতা।

0 0
Read Time:3 Minute, 31 Second

পঞ্চায়েত নির্বাচনের আগে কোন পথে এগোবে কেষ্টহীন বীরভূম? কী হবে তৃণমূলের স্ট্র্যাটেজি? এই উদ্দেশ্যেই বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বোলপুরে ‘উপহার’-এর ডালি সাজিয়ে প্রশাসনিক বৈঠক করলেন তিনি। বৈঠক শেষে এবার কেন্দ্রীয় বাজেট নিয়ে মোদী সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘কাল সারা দেশে রেইড হয়েছে। কেন টাকা নেই? জিডিপি নিয়ে বড় বড় কথা বলেছিল। শুধু বড় বড় বক্তব্য। সবই নাকি ওনারা করেছেন? তাহলে আমরা কি বানের জলে ভেসে এসেছি? কেন ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে? অথচ আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না?’বিজেপির উদ্দেশ্যে আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানে একটা উইপোকা কামড়ালে বিজেপি সেন্ট্রাল টিম পাঠিয়ে দেয়। তৃণমূল কংগ্রেস করলে সবাইকে জেলে ভরিয়ে দাও। উত্তরপ্রদেশে কী হয়েছে। উন্নাওতে যারা ধর্ষণ করেছেন তাদের প্যারোলে ছেড়ে দাও।’ প্রশ্ন তোলেন মমতা।

অনুব্রতহীন বীরভূমে নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার দু-একজন নেতাকে জেলে পুরে রাখলেও, নির্বাচনের সময়ে তো ঘর থেকে বেরোতে দেন না। মানুষ ভোট দেয়। এবার থেকে বীরভূম জেলা, যতদিন সে অ্যাবসেন্ট থাকবেন, আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব। ফিরহাদ আমাকে সাহায্য করবে, কোর গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে। আগের সিস্টেমেই কাজ করব। যারা ঘেউ ঘেউ করে বেরাচ্ছেন’।

পাশাপাশি তিনি বলেন, ‘আমি বীরভূমের এই মাটিতে জন্মেছি। এটা মাটি আমার খুব চেনা মাটি। এই লালমাটি আমার প্রিয় মাটি। বীরভূমে অনেক কিছু আছে। সতীপীঠ থেকে শুরু করে অনেক কিছু আছে। আজও প্রায় ১ হাজার কোটি টাকার উদ্বোধন ও শিলান্যাস হল।’

এদিন মমতা বলেন, ‘কান্দি মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে কেন্দ্র কে বলে বলে ক্লান্ত হয়ে গেছি। এই মাস্টার প্ল্যান হলে মুর্শিদাবাদ, বীরভূম জেলার জন্য ভালো হবে। আগামী দিনে আপনারা অনেক কিছু পাবে।’

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ওজন কমাতে চান? খাদ্য তালিকা থেকে বাদ দিন এই খাবার। এম ভারত নিউজ

বিশেষজ্ঞরা বলছেন, ওজন কমাতে চাইলে সবচেয়ে কার্যকর হল, স্ট্রেংথ ট্রেনিং ব্যায়ামের সঙ্গে কার্ডিওর সংমিশ্রণ বেছে নিতে হবে।

You May Like

Subscribe US Now

error: Content Protected