নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:
মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় কাঁসাই নদী থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ময়না থানার প্রজাবাড় খেয়াঘাট সংলগ্ন এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কাঁসাই নদীর জলে মৃতদেহ ভাসতে দেখেন এলাকার মানুষজন। মৃতদেহের পরণে শুধুমাত্র প্যান্ট রয়েছে। দেহে আঘাত এর চিহ্নও রয়েছে। এলাকা বাসীদের অনুমান ওই ব্যক্তিকে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে অন্য কোথাও।

দুপুরের জোয়ারে দেহ ভেসে আসে। এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় ময়না থানার পুলিশকে, খবর পেয়ে ময়না থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে।পুলিশ সূত্রের খবর, মৃতদেহ তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি একি কারণে এই মৃত্যু ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ময়না থানার পুলিশ। পাশাপাশি গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।