প্রাণনাশের হুমকি ! আতঙ্কে দিন কাটছে রশিদ খান । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 16 Second

প্রথিতযশা সঙ্গীত শিল্পী রশিদ খানকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হলো। এমনকি তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতেই দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।

সূত্রের খবর, দিন কয়েক আগে মোবাইলে দফায় দফায় ফোন আসে। ফোন করা হয় তাঁর বড় মেয়েকেও । বলা হয়, বাড়ির সামনে বন্দুকবাজ ঘুরছে। বাড়ি থেকে বেরোলেই গুলি করা হবে শিল্পীকে। এর পরই নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করা হয় শিল্পীর পরিবারের পক্ষ থেকে। এরপরেই পুলিশের তরফ থেকে জোর কদমে শুরু হয় তদন্ত। পুলিশ তদন্তে নেমে দু’টি টেলিফোন নম্বরের হদিশ পায়। সেই সূত্র ধরে মোবাইলের টাওয়ার লোকেশন দেখে ওই দুই অভিযুক্তকে ধরা হয়।

জানা গিয়েছে যে, ধৃত দুই ব্যক্তির নাম অবিনাশকুমার ভারতী এবং দীপক অওলাখ। ২৪ বছরের অবিনাশের বাড়ি বিহারের বেগুসরাইয়ের সালাউনা গ্রাম। তিনি রশিদের গাড়িচালক ছিলেন। অন্যদিকে বছর কুড়ির দীপক উত্তরপ্রদেশের আমরোহার বাসিন্দা। দীপক রশিদের অফিসে কিছু দিন কাজ করে উত্তরপ্রদেশে নিজের বাড়ি চলে যান। এর পর হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে রাশিদ এবং তাঁর কন্যাকে ভয় দেখাতে থাকেন। প্রথমে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। পরে অবশ্য ২০ লক্ষ টাকা চাওয়া হয়। টাকা না পেলে রাশিদকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়। তাঁকে ট্রানজিট রিমান্ডে শহরে আনা হয়েছে। আপাতত দুই অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্ত চলছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সিআরপিএফের স্পেশাল ট্রেনে বিস্ফোরণ, আহত ৪ । এম ভারত নিউজ

ভয়াবহ বিস্ফোরণ ঘটে সিআরপিএফের স্পেশাল ট্রেনে। জানা যাচ্ছে, আজ সকালেই ছত্রিশগড়ের রায়পুর রেলস্টেশন চত্বরে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। মূলত একটি ডেটনেটরের স্থানান্তরকরনের সময়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলেই আহত হন সিআরপিএফের ৪ জন কর্মী। আজ সকাল ৬:৩০ নাগাদ এই ঘটনাটি ঘটে । সেই সময়ে সিআরপিএফের ১২২ ব্যাটেলিয়ানের কর্মীরা […]

Subscribe US Now

error: Content Protected