বচসার জেরে ধাক্কাধাক্কি ,আর তার ফলেই মৃত্যু। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে গ্রেফতার হল দেবব্রত প্রতি। আজ দেবব্রতকে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ । পুলিশ সূত্রে খবর আজ তাঁকে বারাসত আদালতে পেশ করা হবে এবং কয়েকদিনের জন্য দেবব্রতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
প্রসঙ্গত উল্লেখ্য মানিকতলায় থাকতেন আইটি কর্মী দেবব্রত প্রতি ও তাঁর লিভ ইন পার্টনার রিচা সিং। গত ১৫ই জুন দুজনের মধ্যে বচসা শুরু হয় ও তার জেরে হাতাহাতি হয় । হাতাহাতির জেরে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে অচৈতন্য অবস্থায় পড়ে যান মহিলাটি। পরবর্তী সময় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মহিলাটিকে মৃত বলে ঘোষণা করে। রিচার লিভ ইন পার্টনার দেবব্রত প্রতি ,দীর্ঘ সময় ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন । গতকাল তাঁকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর অনিচ্ছাকৃত খুনসহ , মানসিক এবং শারীরিক নির্যাতনের ধারায় মামলা রুজু করা হবে। আজই বারাসত আদালতে নিয়ে যাওয়া হবে ধৃতকে।