অবশেষে শুরু হল অলিম্পিক। টোকিও অলিম্পিক গেমস ২০২১ এর সূচনা পর্বে তীরন্দাজীর বাছাইপর্বের নবম স্থান দখল করলেন ভারতের দীপিকা কুমারি। ৭২টি তির টার্গেটে মেরে ৬৬৩ পয়েন্ট সংগ্রহ করেছেন দীপিকা কুমারী । আজকের এই ফলাফলের ভিত্তিতে পরবর্তী ম্যাচে ভুটানের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতের দীপিকা কুমারি। গত কিছুদিন ধরেই করোনা সংক্রমণের কারণে দ্বিধায় ছিলেন অলিম্পিক পরিচালনা কমিটি। তবে অবশেষে সব দ্বিধা কাটিয়ে শুরু হল “গ্রেটেস্ট শো অন আর্থ। “

আজ তীরন্দাজি ইভেন্টের শুরুতে বিশ্বের এক নম্বর তীরন্দাজের প্রদর্শনী খুব একটা সুখকর না হলেও, নবম স্থানে এসে নিজের জায়গা করে নেন তিনি। অলিম্পিক শুরু হওয়ার বেশ কয়েকদিন আগেই ভারতের জন্য আগত মেডেলের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়েছিল। সেক্ষেত্রে তিরন্দাজিতে দীপিকা কুমারি নাম বর্তমান। ৬৮০ পয়েন্ট সংগ্রহ করে প্রথম স্থানে পেয়েছেন দক্ষিণ কোরিয়ার অ্যান সান। দ্বিতীয় ও তৃতীয় স্থানেও রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীরা। যথাক্রমে জ্যাং মিনহি (৬৭৭ পয়েন্ট) ও চেইয়ং কাং (৬৭৫ পয়েন্ট)। তবে এখানেই শেষ নয় আজ বিকেলেই ভারতের তরফ থেকে পুরুষ তীরন্দাজের ইভেন্টে নামতে চলেছেন, – অতনু দাস, প্রবীণ যাদব ও তরুণদ্বীপ রাই। ভারতীয় সময় বিকেল ৪:৩০ মিনিটে আজ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে।