
রাজ্যপালের বিরুদ্ধে এবার মানহানির নোটিস প্রাক্তন উপাচার্যদের পক্ষ থেকে। রাজ্যপাল নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তাঁদের অপমান করেছেন, এই দাবিতেই মানহানির নোটিস পাঠিয়েছেন ১২ জন প্রাক্তন উপাচার্য। আজ বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে উপাচার্যরা মিলে একটি সাংবাদিক সম্মেলন করেন আর তাতেই সমস্ত কিছু তাঁরা জানিয়েছেন। তাঁদের আরও দাবি, রাজ্যপাল বাংলার শিক্ষাকে ধ্বংস করছেন। নিয়ম পছন্দ না হলে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তা পালটে নিন। কিন্তু এইসবের মধ্যে উপাচার্যদের কেন টানা হচ্ছে! এছাড়াও তাঁরা বলেন, এর আগে উপাচার্যদের নাম রাজ্যপালের কাছে এক্সটেনশনের জন্যে পাঠানো হচ্ছে বলা হলেও কয়েকজনকে ছাড়া কাউকে উপাচার্য পদে রাখা হয়নি। তাঁর কারণ হিসেবে রাজ্যপাল জানিয়েছিলেন, “কেন সরকার মনোনীত ভিসিদের নিয়োগ করতে পারিনি জানেন? তাঁরা কেউ দুর্নীতিগ্রস্ত ছিলেন, কেউ রাজনীতির খেলা খেলছিলেন, কেউ ছাত্রী হেনস্থা করেছিলেন।” আর এই বক্তব্যেই ক্ষুব্ধ প্রাক্তন উপাচার্যরা। তাঁদের দাবি, রাজ্যপালকে ক্ষমা চাইতে হবে নাহলে তাঁরা মামলার পথে হাঁটতে পারেন বলেই ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, প্রাক্তন উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়, ওমপ্রকাশ মিশ্র, আশুতোষ ঘোষ প্রমুখরা। এরপর রাজ্যপাল পালটা কি জবাব দেন সেই দিকেই নজর এখন বিশিষ্ট মহলের।